হোম > সারা দেশ > ঢাকা

ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে আদালতের রায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল-১৫ এর (যুগ্ম জেলা জজ প্রথম আদালত) বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার পাশাপাশি ২০২০ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক ব্যারিস্টার ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করার প্রজ্ঞাপন বাতিল ঘোষণা করেছেন।

ইশরাক হোসেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।

রায় ঘোষণার সময় ইশরাক হোসেন তাঁর দলীয় নেতা-কর্মীদের নিয়ে আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাঁরা আদালত প্রাঙ্গণে মিছিল করেন।

এ সময় ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমি ন্যায়বিচার পেয়েছি। মেয়র হিসেবে শপথ নেব কি না, সেটা দলীয় সিদ্ধান্তের বিষয়। তবে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক অনিয়ম এবং ভোট কারচুপির মাধ্যমে প্রতিপক্ষ ব্যারিস্টার ফজলে নূর তাপস নির্বাচিত হয়েছিলেন। আজ রায়ের মাধ্যমে তা প্রমাণিত হলো।’

২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন। সে সময় নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ডিএসসিসির মেয়র ঘোষণা করেন।

একই বছর ৩ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন।

মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়।

এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৯ আগস্ট শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ১২টি সিটি করপোরেশনের মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করে সরকার।

এ দিকে আতিকুল ইসলামকে জয়ী ঘোষণা করায় নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করেও মামলা দায়ের করেছিলেন বিএনপি প্রার্থীর তাবিথ আউয়াল। ওই মামলার রায়ের জন্য আগামী ৭ এপ্রিল দিন ধার্য রয়েছে।

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে