হোম > সারা দেশ > ঢাকা

শীতলক্ষ্যায় ডুবে যাওয়া শিক্ষার্থীর লাশ ভেসে উঠল ১৬ ঘণ্টা পর

শ্যামপুর–কদমতলী, প্রতিনিধি

রাজধানীর ডেমরায় শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে মো. সাফওয়ান আহমেদ (১৬) নামে এক এসএসসি শিক্ষার্থী নিখোঁজ হয়। নিখোঁজের ১৬ ঘণ্টা পরে আজ মঙ্গলবার সকাল ৬টার সারুলিয়া ওয়াসা ঘাটে তার মৃতদেহ ভেসে ওঠে। এ সময় খবর পেয়ে মৃতের পরিবারের লোকজন লাশটি উদ্ধার করে। 

নিহত সাফওয়ান সারুলিয়া বাজার এলাকার মৃত মাসুদ রানা শিপনের ছেলে। সে ওই এলাকার এম এ সাত্তার উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

এর আগে গতকাল সোমবার বেলা ২টার দিকে সারুলিয়া ওয়াসা ঘাটে গোসল করার সময় ওই শিক্ষার্থী ডুবে যায়। এ ঘটনায় ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল প্রায় ৪ ঘণ্টা চেষ্টা করেও ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি। 

এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ওসমান গনি বলেন, সাফওয়ান গতকাল দুপুরে বন্ধুদের সঙ্গে ফুটবল নিয়ে শীতলক্ষ্যা নদীর ওয়াসা ঘাটে পানির মধ্যে গোসল করতে নামে। এ সময় ফুটবলটি ফেলে সাফওয়ান সেটি আনতে নদীতে নেমে ডুব দিলে সে আর উঠে আসেনি। মঙ্গলবার সকালে সাফওয়ানের লাশ ওয়াসার পানি সংগ্রহের জায়গায় বাঁশের সঙ্গে ভাসতে দেখা যায় বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়। অনুমান করা হচ্ছে, ছেলেটি যখন পানিতে নামে তখন স্রোতের টানে নিচ দিয়ে ওয়াসার পানি সংগ্রহের জায়গায় চলে যায়। কারণ, ওয়াসা কর্তৃপক্ষ যখন নদী থেকে পানি টান দেয় তখন অনেক স্রোত হয়।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ