হোম > সারা দেশ > ঢাকা

১৪ বছর পর বিসিএসের মৌখিক পরীক্ষার ডাক পেলেন দেবদাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রায় ১৪ বছরের আইনি লড়াই শেষে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ডাক পেলেন দেবদাস বিশ্বাস নামে এক চাকরিপ্রার্থী। তিনি ২৯তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। 

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন এবং সিভিল পিটিশন ফর লিভ টু আপিলের রায়ের প্রেক্ষিতে দেবদাস বিশ্বাসের মৌখিক পরীক্ষা আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় পিএসসির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে। 

পিএসসি সূত্র জানায়, ২৯তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন দেবদাস বিশ্বাস। কিন্তু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের দিন একটি প্রয়োজনীয় ডকুমেন্ট না থাকায় তাকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন দেবদাস বিশ্বাস। হাইকোর্ট তাকে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার আদেশ দেয়। 

সূত্র আরও জানায়, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করে পিএসসি। সেই আপিলেও জয়ী হন দেবদাস। পরে কমিশন তার মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয়। 

জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতের নির্দেশনা অনুযায়ী ওই প্রার্থীর মৌখিক পরীক্ষার জন্য চিঠি দেওয়া হয়েছে। আগামী ২৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় পিএসসির প্রধান কার্যালয়ে তার মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।’ 

পিএসসি থেকে জানা যায়, ২০১০ সালের জানুয়ারিতে ২৯তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর একই বছরের জুলাইয়ে লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে উত্তীর্ণ হন ৭ হাজার ২১৭ জন প্রার্থী। এরপর ওই বছরের ১৭ আগস্ট থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

অন্তর্বর্তী সরকারের জ্বালানি মহাপরিকল্পনাকে ‘ত্রুটিপূর্ণ’ বলে যেসব প্রশ্ন তুলল সিপিডি

নবাবগঞ্জে নারী মাদক কারবারি গ্রেপ্তার

বিপিএল ম্যাচ বাতিল, মেট্রোরেলের বাড়তি ট্রিপ চলবে না

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি