হোম > সারা দেশ > ঢাকা

হরতাল প্রত্যাহারের দাবি দোকান মালিক সমিতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার বাম রাজনৈতিক দলগুলোর ডাকা অর্ধ-দিবস হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আজ শুক্রবার সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। ভোগ্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে যে হরতাল আহ্বান করা হয়েছে, তাতে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়ে পড়বে। এতে করে ভোগ্যপণ্যের দাম আরও বাড়বে। তাই দেশের ব্যবসায়ীদের পক্ষ থেকে হরতাল প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে। 

তিনি আরও বলেন, করোনার কারণে গত দুই বছরের বেশি সময় ধরে ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থা অত্যন্ত করুন। দুটি ঈদ ও রোজা তারা উদ্‌যাপন করতে পারেনি। 

তা ছাড়া আগামী ২৮ মার্চ দ্বিতীয় ডোজ গণ টিকার শেষ দিন। হরতালের কারণে গণ টিকা কার্যক্রম বাধাগ্রস্ত হবে। সার্বিক দিক বিবেচনা করে হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচি না দিয়ে, অন্য কোনো কর্মসূচি দিলে ব্যবসায়ীদের কোনো আপত্তি থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন