হোম > সারা দেশ > ঢাকা

হরতাল প্রত্যাহারের দাবি দোকান মালিক সমিতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার বাম রাজনৈতিক দলগুলোর ডাকা অর্ধ-দিবস হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আজ শুক্রবার সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। ভোগ্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে যে হরতাল আহ্বান করা হয়েছে, তাতে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়ে পড়বে। এতে করে ভোগ্যপণ্যের দাম আরও বাড়বে। তাই দেশের ব্যবসায়ীদের পক্ষ থেকে হরতাল প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে। 

তিনি আরও বলেন, করোনার কারণে গত দুই বছরের বেশি সময় ধরে ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থা অত্যন্ত করুন। দুটি ঈদ ও রোজা তারা উদ্‌যাপন করতে পারেনি। 

তা ছাড়া আগামী ২৮ মার্চ দ্বিতীয় ডোজ গণ টিকার শেষ দিন। হরতালের কারণে গণ টিকা কার্যক্রম বাধাগ্রস্ত হবে। সার্বিক দিক বিবেচনা করে হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচি না দিয়ে, অন্য কোনো কর্মসূচি দিলে ব্যবসায়ীদের কোনো আপত্তি থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ