হোম > সারা দেশ > ঢাকা

হরতাল প্রত্যাহারের দাবি দোকান মালিক সমিতির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভোগ্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী সোমবার বাম রাজনৈতিক দলগুলোর ডাকা অর্ধ-দিবস হরতাল প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আজ শুক্রবার সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। ভোগ্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে যে হরতাল আহ্বান করা হয়েছে, তাতে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়ে পড়বে। এতে করে ভোগ্যপণ্যের দাম আরও বাড়বে। তাই দেশের ব্যবসায়ীদের পক্ষ থেকে হরতাল প্রত্যাহারের দাবি জানানো হচ্ছে। 

তিনি আরও বলেন, করোনার কারণে গত দুই বছরের বেশি সময় ধরে ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থা অত্যন্ত করুন। দুটি ঈদ ও রোজা তারা উদ্‌যাপন করতে পারেনি। 

তা ছাড়া আগামী ২৮ মার্চ দ্বিতীয় ডোজ গণ টিকার শেষ দিন। হরতালের কারণে গণ টিকা কার্যক্রম বাধাগ্রস্ত হবে। সার্বিক দিক বিবেচনা করে হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচি না দিয়ে, অন্য কোনো কর্মসূচি দিলে ব্যবসায়ীদের কোনো আপত্তি থাকবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট