হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডি-৩২ নম্বরে বিস্ফোরণের ঘটনায় দুজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের পাশে ককটেল বোমাসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাদের রিমান্ড মঞ্জুর করেন।

তারা হলেন হালিম রাজ (২৬) ও আব্দুল হালিম (৩০)। রিমান্ড মঞ্জুর করার পর তাদের ধানমন্ডি থানায় নেওয়া হয়েছে। 

বিকেলে দুজনকে আদালতে হাজির করে ধানমন্ডি থানা-পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক রেজাউল করিম। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার বঙ্গবন্ধু জাদুঘরের পাশ থেকে ওই দুজনকে আটক করে পুলিশ।

আটকের পর দুজন দাবি করেন, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নিজের লেখা গান ও কবিতার সিডি এবং পেন ড্রাইভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠাতে চেয়েছিলেন। এই কাজের জন্য ধানমন্ডি-৩২ নম্বর জাদুঘরের আবুল কাশেম ওরফে কিশোর নামের এক কর্মচারীকে ৩৫ হাজার টাকা দিয়েছিলেন তারা। তবে টাকা নেওয়ার এক বছর পার হলেও লেখা গান ও কবিতা প্রধানমন্ত্রীর কাছে পাঠাতে পারেননি তারা। পরে অভিমান ও ক্ষোভে হালিম রাজ এবং আব্দুল হালিম নিজেরদের গায়ে আগুন দেন এবং ধানমন্ডি-৩২ নম্বরে ককটেল বোমাসদৃশ বস্তু বিস্ফোরণের চেষ্টা করেন। একটি বিস্ফোরণ হলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের দুজনকে আটক করে।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট