হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডি-৩২ নম্বরে বিস্ফোরণের ঘটনায় দুজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের পাশে ককটেল বোমাসদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার দুজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী তাদের রিমান্ড মঞ্জুর করেন।

তারা হলেন হালিম রাজ (২৬) ও আব্দুল হালিম (৩০)। রিমান্ড মঞ্জুর করার পর তাদের ধানমন্ডি থানায় নেওয়া হয়েছে। 

বিকেলে দুজনকে আদালতে হাজির করে ধানমন্ডি থানা-পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক রেজাউল করিম। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার বঙ্গবন্ধু জাদুঘরের পাশ থেকে ওই দুজনকে আটক করে পুলিশ।

আটকের পর দুজন দাবি করেন, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নিজের লেখা গান ও কবিতার সিডি এবং পেন ড্রাইভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠাতে চেয়েছিলেন। এই কাজের জন্য ধানমন্ডি-৩২ নম্বর জাদুঘরের আবুল কাশেম ওরফে কিশোর নামের এক কর্মচারীকে ৩৫ হাজার টাকা দিয়েছিলেন তারা। তবে টাকা নেওয়ার এক বছর পার হলেও লেখা গান ও কবিতা প্রধানমন্ত্রীর কাছে পাঠাতে পারেননি তারা। পরে অভিমান ও ক্ষোভে হালিম রাজ এবং আব্দুল হালিম নিজেরদের গায়ে আগুন দেন এবং ধানমন্ডি-৩২ নম্বরে ককটেল বোমাসদৃশ বস্তু বিস্ফোরণের চেষ্টা করেন। একটি বিস্ফোরণ হলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের দুজনকে আটক করে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু