হোম > সারা দেশ > ঢাকা

ডিএসসিসির উচ্ছেদ অভিযানে হামলার ঘটনায় ১২০০ অজ্ঞাতনামা আসামি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহজাহানপুরে খিলগাঁও কাঁচাবাজারে উচ্ছেদ অভিযানে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে। এই মামলায় ছয়জনের নাম উল্লেখসহ ১২০০ জনকে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজিত কুমার সাহা। তিনি বলেন, ‘এই ঘটনায় সিটি করপোরেশন ছয়জনের নাম উল্লেখ করে বাকি ১২ শ’ জনক আসামি করে মামলা দায়ের করেছে।’

মামলায় যে ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন আবুল কাশেম খাঁ, আব্দুল লতিফ, নাসির আহমেদ, মো. শাহিন, ইমন ও হিজড়া জয়নাল।

গত রোববার রাজধানীর শাহজাহানপুরে খিলগাঁও কাঁচাবাজারে উচ্ছেদ অভিযানের সময় দখলকারীদের হামলায় পুলিশসহ ছয়জন আহত হয়েছেন।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেন, ‘দুই মাস আগে একটি রিট আবেদন খারিজ হওয়ার পর আদালত খিলগাঁও কাঁচাবাজার দুই মাসের মধ্যে খালি করতে নির্দেশ দেয়। দুই মাস ২০ দিন যাওয়ার পরও দখলকারীরা জায়গাটি ছাড়েননি।’

তিনি আরও বলেন, সে কারণে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গিয়ে বাধার মুখে পড়েন। দখলকারীদের হামলায় তিন পুলিশ সদস্য এবং সিটি করপোরেশনের তিনজন আহত হন।

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

বিএনপির প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমাণ ৩২ কোটি, মামলা রয়েছে ৭৩টি