হোম > সারা দেশ > ঢাকা

ডিএসসিসির উচ্ছেদ অভিযানে হামলার ঘটনায় ১২০০ অজ্ঞাতনামা আসামি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর শাহজাহানপুরে খিলগাঁও কাঁচাবাজারে উচ্ছেদ অভিযানে হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে। এই মামলায় ছয়জনের নাম উল্লেখসহ ১২০০ জনকে অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজিত কুমার সাহা। তিনি বলেন, ‘এই ঘটনায় সিটি করপোরেশন ছয়জনের নাম উল্লেখ করে বাকি ১২ শ’ জনক আসামি করে মামলা দায়ের করেছে।’

মামলায় যে ছয়জনের নাম উল্লেখ করা হয়েছে তাঁরা হলেন আবুল কাশেম খাঁ, আব্দুল লতিফ, নাসির আহমেদ, মো. শাহিন, ইমন ও হিজড়া জয়নাল।

গত রোববার রাজধানীর শাহজাহানপুরে খিলগাঁও কাঁচাবাজারে উচ্ছেদ অভিযানের সময় দখলকারীদের হামলায় পুলিশসহ ছয়জন আহত হয়েছেন।

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেন, ‘দুই মাস আগে একটি রিট আবেদন খারিজ হওয়ার পর আদালত খিলগাঁও কাঁচাবাজার দুই মাসের মধ্যে খালি করতে নির্দেশ দেয়। দুই মাস ২০ দিন যাওয়ার পরও দখলকারীরা জায়গাটি ছাড়েননি।’

তিনি আরও বলেন, সে কারণে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে গিয়ে বাধার মুখে পড়েন। দখলকারীদের হামলায় তিন পুলিশ সদস্য এবং সিটি করপোরেশনের তিনজন আহত হন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু