সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের আইডি। তবে ডিবি কার্যালয় থেকে ছাড়া পাওয়া বাকি তিন সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের ও নুসরাত তাবাসসুমের আইডি দেখা যাচ্ছে।
এ বিষয়ে ৬ সমন্বয়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকেই মোবাইলে পাওয়া যায়নি।
আজ বৃহস্পতিবার দুপুরে ছয় সমন্বয়কের স্বজনদের উপস্থিতিতে তাঁদের ছেড়ে দেওয়া হয় এবং নিজেদের গাড়িতে করে বাসায় পৌঁছে দেওয়া হয়। বের হয়ে ফেসবুকে নিজের আইডিতে এক স্ট্যাটাসে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তবে স্ট্যাটাস দেওয়ার ঘণ্টা না পেরোতেই তাঁর আইডি আর খুঁজে পাওয়া যায়নি।
এর আগে গোয়েন্দা বিভাগের দেওয়া গাড়িতে বাড়ি ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ৩২ ঘণ্টা অনশনে ছিলাম। আমাদেরকে আলাদা-আলাদাভাবে ছেড়েছে কিছুক্ষণ আগে। আমি গ্রামের দিকে যাচ্ছি। ডিবি থেকে আমাদেরকে গাড়ি দিয়ে দিয়েছে।’
নির্যাতনের বিষয়ে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ছয়জনকে যেহেতু ছয়ভাবে রেখেছিল। ব্যক্তিগতভাবে আমার সাথে আচার-আচরণ বেশ ইতিবাচক হয়েছে—এটা আমি বলতে পারি না। এটাকে সিকিউরিটি বা নিরাপত্তা বলা চলে না।’
তিনি বলেন, ‘আমরা পূর্ণাঙ্গ একটা বক্তব্য দেব। আমাদের সঙ্গে যা যা হয়েছে, সার্বিক বিষয়ে।’