হোম > সারা দেশ > ঢাকা

মিতু হত্যা মামলা: বাবুল আক্তারের জামিন শুনানি ৩ মে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের জামিন প্রশ্নে জারি করা রুলের ওপর শুনানির জন্য আগামী ৩ মে দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ বুধবার রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি সাহেদ নুরউদ্দিনের বেঞ্চ এই দিন ধার্য করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাবুল আক্তারের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। 

মিতু হত্যা মামলায় নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে গত বছরের ৬ মার্চ আবেদন করেন বাবুল আক্তার। শুনানি নিয়ে ১৪ মার্চ রুল জারি করা হয়। বাবুল আক্তারকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে। গত বছরের ৭ ডিসেম্বর ওই রুল শুনানির জন্য গ্রহণ করা হয়।

২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরীর জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম মিতু আক্তার। ওই সময় তাঁর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। 

তদন্ত শেষে ২০২১ সালের ১২ মে এই মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে ওই দিনই মিতুর বাবা মোশাররফ হোসেন বাবুলসহ আটজনকে আসামি করে হত্যা মামলা করেন। আর সেদিনই বাবুল আক্তারকে এই মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। তারপর থেকেই কারাগারে রয়েছেন বাবুল।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব