হোম > সারা দেশ > ঢাকা

রাস্তাঘাট বন্ধ করে সমাবেশ করা সংবিধানের কোথাও লেখা নেই: আইনমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাস্তাঘাট বন্ধ করে সভা-সমাবেশ করা সংবিধানের কোথাও নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ শনিবার দুপুরে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে মানবাধিকার দিবস-২০২২ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘বিএনপিকে সমাবেশ করতে বাধা দেওয়া হচ্ছে না। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ও সহিংসতা বন্ধ করতে বাধা দেওয়া হচ্ছে। আর রাস্তাঘাট বন্ধ করে সভা-সমাবেশ করা মানবাধিকার নয়।’

বিএনপি নেতাদের গ্রেপ্তার, যানবাহন বন্ধসহ বর্তমান পরিস্থিতির বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘সমাবেশ করতে আমরা কিন্তু বাধা দিচ্ছি না। এখনো ওনারা সমাবেশ করছেন। সেটা বাধা দেওয়ার কথা না। মূল কথা হচ্ছে, অস্থিতিশীল পরিবেশ ও ভায়োলেন্স বন্ধ করা। আর আপনারা দেখেছেন, বিএনপির অফিসে কী জিনিস ছিল। রাজনৈতিক দলের অফিসে বোমা থাকা কতটা ন্যায়সংগত, সেটা আপনারাই বিচার করবেন।’

সম্প্রতি যুক্তরাষ্ট্র উদ্বেগ জানিয়ে বলেছে, রাজনৈতিক দলগুলোর যে অধিকার তা বাস্তবায়ন হচ্ছে না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় যুক্তরাষ্ট্রের আরও একটু পরীক্ষা–নিরীক্ষা করে দেখা উচিত। যা বলা হচ্ছে, তা সত্যি সত্যি ঘটেছে কি না, সেটি যাচাই করতে হবে। আমার মনে হয়, তা পুরোপুরি সত্য নয়।’ 

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক