হোম > সারা দেশ > ঢাকা

চুরির আগে বাসা ভাড়া নেওয়ার কথা বলে ফ্ল্যাট রেকি, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

কেরানীগঞ্জের জিনজিরায় একটি ফ্ল্যাট বাসায় চুরির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির। 

গ্রেপ্তারকৃতরা হলেন মো. তোফাজ্জল হোসেন বুলু (৩০), সজল (২১), সাগর (২২), রাসেল ২৪), সোহেল (৩২) ও হাসান (৫০)। 

গত ২৪ ঘণ্টায় পটুয়াখালী ও কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের করা হয়। 

এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, পরিদর্শক (তদন্ত) খালিদুর রহমান, পরিদর্শক (অপারেশন) মুন্সি আশিকুর রহমান। 

অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির বলেন, ‘গ্রেপ্তার হওয়া হাসান চক্রটির প্রধান। চক্রের সদস্যরা তাকে ‘নানা’ বলে সম্বোধন করে। সে বিভিন্ন ফ্ল্যাট বাড়িতে বাসা ভাড়া নেওয়ার জন্য যান। বাসা ভাড়া নেওয়ার আড়ালে মূলত রেকি (পর্যবেক্ষণ) করে। 

আশপাশে অবস্থান নেয় দলের অন্য সদস্যরা। সে খোঁজ রাখত কোন ফ্ল্যাটে তালা লাগানো। টার্গেট ঠিকঠাক মিলে গেলে সে মোবাইলে অন্যদের আসতে বলে বাইরে পাহারায় থাকে। তালা ভেঙে একটি চুরি শেষ করতে তাদের ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগে। 

তিনি আরও বলেন, ৬ ফেব্রুয়ারি জিনজিরার বাসিন্দা ফরহাদ হোসেনের ফ্ল্যাটের তালা ভেঙে ঘরে ঢুকে দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেন। মামলাটির তদন্ত করতে গিয়ে পুলিশ চক্রটিকে গ্রেপ্তার করেছে। চক্রটির বিরুদ্ধে একাধিক চুরির ঘটনা সংগঠিত করার অভিযোগ পাওয়া গেছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট