নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা খবর পাই খিলগাঁও রেলগেটের পাশে একটি নির্মাণাধীন ভবনে চটের বস্তায় আগুন লেগেছিল। খিলগাঁও থেকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি রওনা হয়। তখন পথেই খবর আসে যে আগুন নিভে গেছে।’