হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা হত্যা মামলায় গ্রেপ্তার ২

রাজবাড়ী প্রতিনিধি

হত্যা মামলায় গ্রেপ্তার এক ব্যক্তি। ছবি: সংগৃহীত

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা তানভীর মিয়া (২২) হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব এ তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার ব্যক্তরা হলেন—রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকার নজরুল ইসলামের ছেলে কাজল (২১) ও নতুন বাজার এলাকার সামাদ শেখের ছেলে রহিম শেখ (৩০)।

নিহত তানভীর মিয়া পৌর শহরের বিনোদপুর এলাকার বাবু শিকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের বিনোদপুর এলাকায় পৌর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানভীর মিয়ার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় তাঁকে গুরুতর আহত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, আজ বুধবার সকালে নিহতের মামা আলম শেখ বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখসহ ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৪ নম্বর আসামি কাজল ও ৮ নম্বর আসামি রহিমকে গ্রেপ্তার করে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট