হোম > সারা দেশ > গোপালগঞ্জ

কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সেকেন মোল্লা (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সেকেন মোল্লাকে তাঁর বাড়ি থেকে কোটালীপাড়া থানা-পুলিশ গ্রেপ্তার করে। পরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। সেকেন মোল্লা উপজেলার ফেরধরা গ্রামের মৃত কালু মোল্লার ছেলে। 

ওই স্কুলছাত্রীর বাবা বলেন, আমি বাড়িতে না থাকার কারণে অভিযোগ দায়ের করতে দেরি হয়েছে। এ ঘটনার সঠিক বিচারের দাবি জানাচ্ছি। 

গ্রেপ্তারকৃত সেকেন মোল্লা বলেন, আমাকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। 

কোটালীপাড়া থানার এসআই মো. রাজ্জাক হোসেন খান বলেন, ধর্ষণ চেষ্টার শিকার ওই স্কুলছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে সেকেন মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। 

এসআই আরও বলেন, গত ১৭ ফেব্রুয়ারি ওই স্কুলছাত্রী বাড়ির পাশের খালপাড়ে শাক তুলতে গেলে সেখানে সেকেন মোল্লা তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে সেকেন মোল্লা পালিয়ে যান। আজ ওই স্কুলছাত্রীর বাবা কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের করলে সেকেন মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

‘বাংলাদেশি স্ত্রী ব্ল্যাকমেল করছেন’, ৯৯৯-এ আত্মহত্যার হুমকি, পাকিস্তানিকে উদ্ধার করল পুলিশ

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে