হোম > সারা দেশ > ঢাকা

প্রতিবন্ধীদের অধিকার আদায়ে ৭ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতিবন্ধীদের অধিকার আদায়ে ৭ দফা দাবি জানিয়েছে ডিজেবল ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রিসার্চ অর্গানাইজেশন (ডিডিএইচআরও)। আজ বুধবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংগঠনের সদস্যরা এ দাবি তুলে ধরেন। 

সংবাদ সম্মেলনে ডিডিএইচআরও এর সাধারণ সম্পাদক সারমিন আক্তার ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে—১. প্রতিবন্ধিতার ধরন, মাত্রা ও যোগ্যতা অনুসারে কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। ২. অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কমপক্ষে ৭৫০ টাকা থেকে ১০,০০০ টাকায় উন্নীত করতে হবে। ৩. অসচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রতিবন্ধিতার মাত্রা অনুসারে নির্ধারণ করতে হবে। ৪.২০১৮ সালে প্রতিবন্ধী কোটা বিলুপ্তির পর প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য বিশেষ নিয়োগব্যবস্থা বাস্তবায়ন করা। ৫. অন্যান্য নাগরিকদের ন্যায় প্রতিবন্ধী ব্যক্তিদের চাহিদা অনুযায়ী স্ব স্ব মন্ত্রণালয়কে দায়িত্ব গ্রহণ করতে হবে। ৬. প্রতিটি জেলায় দৃষ্টিপ্রতিবন্ধী মেয়েদের আবাসিক হোস্টেল চালু করতে হবে। ৭. দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের ক্রিকেট খেলার সার্বিক দায়িত্ব বিসিবিকে নিতে হবে। 

ডিজেবল ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রিসার্চ অর্গানাইজেশনের সভাপতি রোকন উদ্দিন বলেন, ‘যেসব প্রতিবন্ধী ব্যক্তি দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চশিক্ষা অর্জন করে বেকারত্বের অমানবিক পরিস্থিতি এবং প্রতিবন্ধিতার সঙ্গে কঠোর সংগ্রাম করছেন। যাঁদের পারিবারিক অবস্থা একেবারেই অসচ্ছল, তাঁদের রাস্তায় নেমে শিক্ষিত ভিক্ষুক হওয়া ছাড়া আর কোনো পথ নেই।’

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা