হোম > সারা দেশ > ঢাকা

নাশকতার অভিযোগে বিএনপি–জামায়াতের ২২৭ নেতা–কর্মী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নাশকতার মামলায় ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার ২২৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করা হলে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

কারাগারে যাওয়া আসামিদের মধ্যে বিএনপি-জামায়াতের অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন।

আদালতের সংশ্লিষ্ট থানাগুলোর সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা যায়। 

ঢাকা মহানগর এলাকার ৩৬টি থানায় পুরোনো বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২০৫ জনকে আদালতে হাজির করে পুলিশ। এ ছাড়া ঢাকা জেলার তিন থানা থেকে মোট ২২ জন আসামিকে আদালতে হাজির করা হয়। 

আদালত সূত্রে জানা গেছে, পুরোনো বিভিন্ন মামলায় রাজধানীর পল্লবী থানায় ১৯ জন, কাফরুলে ১৫, মোহাম্মদপুর থানায় ৩, ওয়ারী থানায় ২২, যাত্রাবাড়ী থানায় ১৭, গেন্ডারিয়া থানায় ৩, সূত্রাপুর থানায় ৬, ক্যান্টনমেন্ট থানায় ১, খিলক্ষেত থানায় ৩, নিউমার্কেট থানায় ৪, কলাবাগান থানায় ১, রামপুরা থানায় ৩, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ১, হাতিরঝিল থানায় ১, তেজগাঁও থানায় ৩, আদাবর থানায় ৫, রমনা থানায় ৩, শাহবাগ থানায় ২, কাফরুল থানায় ১৫, মতিঝিল থানায় ৩, শাহজাহানপুর থানায় ১, গুলশান থানায় ১, বাড্ডা থানায় ৬, বংশাল থানায় ৬, কোতোয়ালি থানায় ২, চকবাজার থানায় ৬, কামরাঙ্গীরচর থানায় ১০, লালবাগ থানায় ৪, কদমতলী থানায় ১৮, শ্যামপুর থানায় ২, হাজারীবাগ থানায় ৬, উত্তরখান থানায় ৫, ডেমরা থানায় ৪, খিলগাঁও থানায় ৮, মুগদা থানায় ২, দারুসসালাম থানায় ১০ ও শাহ আলী থানায় ৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ছাড়া ঢাকা জেলার ৩টি থানা থেকে মোট ২২ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এঁদের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানায় ৯ জন, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৬ ও সাভার থানায় ৭ জন রয়েছেন।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট