হোম > সারা দেশ > ঢাকা

জবিতে অবন্তিকার গ্রাফিতি ঢেকে লাগানো হয় ফলক, ব্যবস্থা নিল প্রশাসন

জবি সংবাদদাতা 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন একাডেমিক ভবনে বিভিন্ন বিভাগের নাম সংবলিত ফলক লাগানো হয়। সেগুলো শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা আত্মহত্যার ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতির ওপর লাগিয়ে দেয় শ্রমিকেরা। পরে সেটি জানানো হলে, দ্রুত সেগুলো সরিয়ে নিয়েছে প্রশাসন।

প্রশাসনের দাবি, এটি ভুলবশত হয়েছে। আজ রোববার এই ফলকগুলো সরানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা জানায়, গত ৭ জুন বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের বিভাগ ও দপ্তরগুলোর নাম সংবলিত ফলক ফাইরুজ অবন্তিকার স্মৃতিতে তৈরি গ্রাফিতির ওপর লাগানো হয়। প্রকৌশলী দপ্তর থেকে কয়েকজন শ্রমিককে এ কাজের দায়িত্ব দেওয়া হলে তারা নিজেদের মতো সেখানে লাগিয়ে দেয়। পরে আজ কয়েকজন শিক্ষার্থী এ নামফলকটি সরিয়ে নেওয়ার জন্য রেজিস্ট্রার দপ্তরে জানায়। পরে রেজিস্ট্রার অফিস থেকে সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে তা খুলে নেওয়া হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১৫ তম আবর্তনের শিক্ষার্থী কিশোর সাম্য বলেন, ‘কয়েকজন শ্রমিক না জেনে নামফলকটি গ্রাফিতির ওপর লাগিয়ে দেয়। আমরা রেজিস্ট্রার স্যারকে জানানোর সঙ্গে সঙ্গে তিনি লোক পাঠিয়ে তা সরিয়ে নেন এবং সংশ্লিষ্ট শ্রমিকদের শোকজ করেন।’

এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নামফলকটি সেখানে লাগানো হয়েছে তা আমাদের অবগত করা হয়নি। আজ আমি সেটা খুলে আনার ব্যবস্থা করেছি। সুবিধাজনক জায়গায় পরবর্তীতে তা লাগানো হবে।’

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা