হোম > সারা দেশ > ঢাকা

আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার। ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ করিম। তিনি বলেন, গতকাল বুধবার দিনগত রাতে কাকরাইলের বাসা থেকে বলরাম পোদ্দারকে গ্রেপ্তার করে রমনা থানা-পুলিশ।

ডিসি আরও বলেন, তাঁকে রমনা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

ডিসি মাসুদ করিম বলেন, বলরামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার অভিযোগে বরিশালে মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার বলরাম পোদ্দার আওয়ামী লীগের উপকমিটির সদস্য এবং ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তিনি কয়েক মেয়াদে রাষ্ট্রীয় দুটি ব্যাংকের পরিচালক ছিলেন।

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি