হোম > সারা দেশ > ঢাকা

আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার। ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ করিম। তিনি বলেন, গতকাল বুধবার দিনগত রাতে কাকরাইলের বাসা থেকে বলরাম পোদ্দারকে গ্রেপ্তার করে রমনা থানা-পুলিশ।

ডিসি আরও বলেন, তাঁকে রমনা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

ডিসি মাসুদ করিম বলেন, বলরামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার অভিযোগে বরিশালে মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার বলরাম পোদ্দার আওয়ামী লীগের উপকমিটির সদস্য এবং ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তিনি কয়েক মেয়াদে রাষ্ট্রীয় দুটি ব্যাংকের পরিচালক ছিলেন।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক