হোম > সারা দেশ > ঢাকা

আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার গ্রেপ্তার

আজকের পত্রিকা ডেস্ক­

জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার। ছবি: সংগৃহীত

রাষ্ট্রীয় জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ করিম। তিনি বলেন, গতকাল বুধবার দিনগত রাতে কাকরাইলের বাসা থেকে বলরাম পোদ্দারকে গ্রেপ্তার করে রমনা থানা-পুলিশ।

ডিসি আরও বলেন, তাঁকে রমনা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হবে। আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

ডিসি মাসুদ করিম বলেন, বলরামের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার অভিযোগে বরিশালে মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে রাজধানীর পুরান ঢাকার কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার অভিযোগে মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার বলরাম পোদ্দার আওয়ামী লীগের উপকমিটির সদস্য এবং ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তিনি কয়েক মেয়াদে রাষ্ট্রীয় দুটি ব্যাংকের পরিচালক ছিলেন।

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত