হোম > সারা দেশ > ঢাকা

শিক্ষার্থী কাউন্সিল গঠনের দাবি জবি ছাত্রদলের

জবি প্রতিনিধি 

সংবাদ সম্মেলনে জবি ছাত্রদলের নেতারা। ছবি: আজকের পত্রিকা

চাঁদাবাজিমুক্ত ক্যাম্পাস গড়তে কার্যকর ছাত্রসংগঠনগুলোর সমন্বয়ে একটি শিক্ষার্থী কাউন্সিল গঠন করার দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের নেতারা।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম। এ সময় আরও ২০টি দাবি জানানো হয় ছাত্রদলের পক্ষ থেকে।

সংগঠনটির সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনে জকসু নেই, তাই আইন সংশোধনের আগপর্যন্ত শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনার লক্ষ্যে শিক্ষার্থী কাউন্সিল কাজ করবে।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার সঞ্চালনায় সভাপতি আসলাম আরও বলেন, গত ১৬ বছরে যেসব সন্ত্রাসী সাধারণ শিক্ষার্থীদের ছাত্রদলসহ অন্যান্য ক্রিয়াশীল ছাত্রসংগঠনের ট্যাগ দিয়ে নির্যাতন চালিয়েছে, ছাত্রদলের নেতা ও কর্মীদের পরীক্ষায় বসতে দেয়নি, কোটাবিরোধী আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে এবং ভয়ভীতি দেখিয়েছে, তাদের তালিকা আগামী ১০ দিনের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুত করতে হবে। যাদের ডিগ্রি হয়ে গেছে, তাঁদের ডিগ্রি বাতিল করতে হবে, প্রযোজ্য ক্ষেত্রে তাঁদের সনদ বাজেয়াপ্ত করতে হবে। এখনো যাঁরা নিয়মিত ছাত্র, তাঁদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করতে হবে।

শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ বাতিলের বিষয়ে শাখা ছাত্রদল সভাপতি আসলাম বলেন, রাজনৈতিক বিবেচনায় নিয়োগপ্রাপ্ত সব শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং যারা সন্ত্রাসীদের অপকর্মের সহযোগী হিসেবে কাজ করেছে, আগামী ১০ দিনের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে তাঁদের তালিকা তৈরি করে তদন্ত সাপেক্ষে নিয়োগ বাতিল করতে হবে, চাকরি থেকে অব্যহতি প্রদান করতে হবে এবং তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাঁদের স্থলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাবী এবং যোগ্যদের নিয়োগ দিতে হবে।

এ ছাড়া শাখা ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসন সমস্যার সমাধান, দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণকাজ, স্বায়ত্তশাসন নিশ্চিকরণ, বর্তমান ক্যাম্পাস রক্ষা, ক্যাফেটেরিয়ার সমস্যা সমাধান, ক্যাম্পাস ও ছাত্রী হলের ইন্টারনেট স্পিড বৃদ্ধি, টিএসসি নির্মাণ প্রস্তাবনা, ক্যাম্পাসের ব্র্যান্ডিং, ই-লাইব্রেরির আধুনিকায়ন ও একাডেমিক ওয়েবসাইট নির্মাণ, ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশান, গবেষণা বরাদ্দ বৃদ্ধি, শিক্ষার্থীদের মাথাপিছু আর্থিক বরাদ্দ বৃদ্ধি, স্মৃতিফলক নির্মাণ, প্রধান ফটকে ট্রাফিক পুলিশের অবস্থান নিশ্চিত করা, ছাত্রী হলে সিট বরাদ্দ, মেডিকেল সেন্টারের উন্নয়ন, মশা নিধন ও ক্যাম্পাস পরিচ্ছন্নতা, গণমাধ্যমের স্বাধীনতারও দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলন শেষে শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে।

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩