হোম > সারা দেশ > ঢাকা

বাস চালানোর পাশাপাশি করেন ইয়াবার কারবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় কক্সবাজার থেকে ঢাকায় আসা সৌদিয়া পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে সাড়ে সাত হাজার পিস ইয়াবাসহ বাসের চালককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)। গ্রেপ্তার চালকের নাম মো. দুলাল সরকার (৩৯)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।

আজ শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থানার গোলাপবাগ এলাকায় চট্ট মেট্রো-ব-১১-১০৪২ নম্বরের সৌদিয়া বাস থেকে বাসের চালক দুলাল সরকারকে (৩৯) গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৭ হাজার ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়। 

মেহেদি হাসান বলেন, দুলাল দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গায় মাদক সরবরাহ করে আসছিলেন। তিনি কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবার চালান এনে দুই বা তিনটি স্থানে সরবরাহ করতেন।

মেহেদি হাসান আরও বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, কক্সবাজার থেকে ইয়াবার বড় চালান এনে সরবরাহ করতেন তিনি। ঢাকায় খাজা চক্রের  কয়েকজন সদস্যকে নিয়ে মাদক সিন্ডিকেট গড়ে তোলেন। এরা কক্সবাজার থেকে মাদক ঢাকায় আনার ক্ষেত্রে বিভিন্ন কৌশল ব্যবহার করেন। নিরাপত্তার স্বার্থে বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় নানান কৌশলে মাদক সরবরাহ দিতেন।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান