হোম > সারা দেশ > ঢাকা

সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান র‍্যাব মহাপরিচালকের

প্রতিনিধি, উত্তরা-বিমানবন্দর (ঢাকা)

পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতা, হাটের ইজারাদারসহ সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আজ রোববার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট সড়কসংলগ্ন কোরবানির পশুর হাটে স্বাস্থ্যবিধি অনুসরণ ও গৃহীত নিরাপত্তা পরিদর্শন শেষে তিনি এ আহ্বান জানান। 

হাট পরিদর্শনের সময় র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঈদ এলে আমরা সাধারণত মার্কেটে নিরাপত্তা নিশ্চিত করে থাকি। পশুর চামড়া যাতে পাচার না হয়ে ট্যানারিমুখী থাকে, সেই ব্যবস্থা গ্রহণ করা হয়। তা ছাড়া সাধারণ মানুষ যাতে নিজ নিজ বাড়িতে গিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উদ্‌যাপন করতে পারে, তা আমরা নিশ্চিত করি।’ 

চৌধুরী আব্দুল্লাহ বলেন, ‘গত বছর এবং এ বছর আমরা ভিন্ন একটি পরিবেশে, ভিন্ন পরিস্থিতিতে, বৈশ্বিক মহামারির মধ্যে ঈদুল আজহা উদ্‌যাপন করছি। অন্য সময় পশুর হাটে আমাদের যে ব্যবস্থা থাকত, এবারও আমাদের ব্যবস্থা থাকবে। তবে এর মাত্রা একটু ভিন্ন ধরনের হবে। করোনা মহামারির মাঝে সকল কার্যক্রম আমাদের করতে হচ্ছে। এ জন্য আমরা সম্মানিত সকল নাগরিকবৃন্দকে আহ্বান জানাব—পশুর হাটে আগত ক্রেতা-বিক্রেতাবৃন্দ এবং যারা গরুর হাটের ইজারাদার সকলকে অনুরোধ করব—আপনারা স্বাস্থ্যবিধি অনুসরণ করুন। দেশবাসীকে বাঁচানোর জন্য সকলেই স্বাস্থ্যবিধি অনুসরণ, মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সবাই সচেষ্ট হব, সচেতন থাকব। আর সচেতনতার মাধ্যমে আমরা করোনাভাইরাসকে জয় করব ইনশা আল্লাহ।’ 

র‍্যাব মহাপরিচালক জানান, র‍্যাব থেকে দুটি হটলাইন করা হয়েছে। এই দুই নম্বরে ফোন করলে সংশ্লিষ্ট ব্যাটালিয়নের অধিনায়কের মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করা হবে। হটলাইন নম্বর দুটি হলো—০২-৫৫৬৬৯৯৯৯ ও ০১৭৭৭৭২০০২৯। এ ছাড়া র‍্যাব অনলাইন মিডিয়া সেল নামের ফেসবুক পেজও থাকছে, যেখানে নাগরিকেরা বিভিন্ন বিষয়ে অভিযোগ জানাতে পারবেন। 

প্রতারকদের থেকে সাবধান থাকার অনুরোধ জানিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, গরুর হাটে সব সময়ই দেখা যায় জাল টাকার ছড়াছড়ি। এক শ্রেণির প্রতারক চক্র মানুষকে ঠকানোর চেষ্টা করে। এ জন্য জাল টাকা শনাক্তের মেশিন রাখা হয়েছে। বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ জাল টাকা শনাক্তের জন্য বুথ স্থাপন করেছে। তিনি বলেন, ‘কারও কোনো বিষয়ে সন্দেহ হলে আপনারা আমাদের সহযোগিতা নিন। আমাদের অভিযানে বাড্ডা, মিরপুর, মোহাম্মদপুর, চট্টগ্রাম ও নাটোর থেকে প্রচুর পরিমাণ জাল টাকা উদ্ধার হয়েছে। সেই সঙ্গে নিজে সচেতন হোন।’ 

আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘যখন কোথাও জনসমাগম হয়, (মানুষের) মুভমেন্ট বেড়ে যায়, সে সকল জায়গায় অপরাধচক্র চুরি, ছিনতাই, ডাকাতির জন্য চেষ্টা করে। আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই, মানুষের নিরাপত্তা বিঘ্নিত করে যেকোনো অপরাধের সঙ্গে যারা জড়িত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

র‍্যাবের ডিজি বলেন, ‘আমরা বিভিন্ন যানবাহনে নিরাপত্তা তল্লাশি করছি, যাতে ঢাকামুখী পশু পরিবহনে কেউ চাঁদাবাজি করতে না পারে। এক মার্কেটের গরু যদি তার আগে কেউ অন্য মার্কেটে থামাতে চায়, তাহলে আমাদের সহযোগিতা গ্রহণ করুণ।’ ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা আপনাদের ট্রাকের সামনে, নৌপথে যাতায়াত করলে নৌকাতে আপনাদের গন্তব্যস্থল বড় ব্যানারে উল্লেখ করুন, যাতে আমরা বুঝতে পারি আপনার গন্তব্যস্থল কোথায়।’ 

র‍্যাব প্রধান বলেন, এ বছর অনলাইনে প্রচুর গরু বিক্রি হচ্ছে। ভার্চ্যুয়াল জগতেও র‍্যাব নজর রাখছে। সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয় সে জন্য র‍্যাবের কার্যক্রম অব্যাহত আছে। এ ছাড়া পশুর চামড়ার বাজারে ধস নামাতে যারা সচেষ্ট, তাদের বিরুদ্ধেও আমাদের কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। 

খিলক্ষেতে হাট পরিদর্শনের সময় উপস্থিত সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, আসন্ন ঈদুল আজহায় দেশের সব স্থানে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপদ রাখতে মাঠে র‍্যাব সদস্যরা থাকবেন। 

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন