হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে আশ্রয়ণ প্রকল্পে অগ্নিকাণ্ড, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ের একটি আশ্রয়ণ প্রকল্পে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ১০টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ভুক্তভোগী ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

আজ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর উপজেলার কুশুরা ইউনিয়নের টোপের বাড়ি এলাকার আশ্রয়ণ প্রকল্পে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, দুপুরে জুমার নামাজের পর হঠাৎ করেই আশ্রয়ণ প্রকল্পে ধোঁয়া দেখা যায়। এলাকার লোকজন এগিয়ে গেলে পরিস্থিতি অনুকূলে না থাকায় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পরে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। 

ভুক্তভোগীরা বলছেন, হঠাৎ করেই আগুন লেগে সব ঘরে ছড়িয়ে পড়ে। ঘরে থাকা টাকাসহ মূল্যবান ও প্রয়োজনীয় জিনিসপত্র বের করতে না পারায় সব আগুনে পুড়ে গেছে। ১০টি ঘরে আগুন লাগায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের কর্মকর্তা সোহেল রানা বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা কাজ করার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এখানে ১০টি ঘরে ১০টি পরিবার রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও প্রতিটি পরিবারের প্রায় এক লাখ টাকা করে ক্ষয়ক্ষতি হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল