হোম > সারা দেশ > ঢাকা

কনডেম সেলে ২৪ বছর: সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গৃহকর্ত্রী হত্যার ঘটনায় ২৪ বছর ধরে কনডেম সেলে থাকা গৃহকর্মী শরীফা বেগম ও আব্দুস সামাদ আজাদের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। সেই সঙ্গে তাদের অবিলম্বে কনডেম সেল থেকে সাধারণ সেলে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। দুই আসামির করা আপিল নিষ্পত্তি করে আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই রায় দেয়। আপিলের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

মামলা সূত্রে জানা যায়, ১৯৯৮ সালে রুবিনা আক্তার নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সময় রুবিনার স্বামী চাকরি সূত্রে যুক্তরাষ্ট্রে ছিলেন। রুবিনার ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ করতেন শরীফা। একই ভবনের গৃহকর্মী সামাদের সঙ্গে শরীফার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানার পর শরীফাকে মারধর করে তাড়িয়ে দেন রুবিনা। পরে হত্যা করা হয় রুবিনাকে। ঘটনার পর নিহত রুবিনার ভাই মতিঝিল থানায় মামলা করেন। 

ওই মামলায় ২০০০ সালের অক্টোবরে বিচারিক আদালতে দুজনের ফাঁসির রায় দেন। রায়ের পর তাদের পাঠানো হয় কনডেম সেলে। ২০০৩ সালে হাইকোর্টে তাদের মৃত্যুদণ্ড বহাল থাকে। এরপর আপিল বিভাগে আবেদন করেন আসামিরা।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা