হোম > সারা দেশ > ঢাকা

সাভারে বাঁশবাগান থেকে অস্ত্রসহ ২ কারবারি গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার সাভারে আগ্নেয়াস্ত্র কেনাবেচা করার সময় দুজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

গতকাল রোববার রাতে সাভার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ধনাইদ এলাকার একটি বাঁশবাগানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানানো হয়েছে। আজ দুপুরে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন—সিরাজগঞ্জ জেলার সজীব হোসেন (৩০) ও শেরপুর জেলার ফজল আহমেদ গাজী (২৯)। তারা ধনাইদ ইউসুফ মার্কেট এলাকায় ভাড়া থাকতেন। 

এ ছাড়া অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল আসামি মকবুল হোসেন (৫৫) পালিয়ে যায়। মকবুল হোসেন ধনাইদ এলাকার ইউসুব আলীর ছেলে। 

এজাহার সূত্রে জানা যায়, অস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি জঙ্গলের ভেতর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দেশীয় ব্যারেলসহ সাড়ে ৯ ইঞ্চি লম্বা একটি পিস্তল উদ্ধার করে জব্দ করা হয়। পিস্তলটি সচল রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। 

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) জামাল শিকদার আজকের পত্রিকাকে বলেন, ‘সজীবের রেন্ট এ কারের ব্যবসা আছে। এর আড়ালে তারা ছিনতাই ও মাদক কারবার করত। সজীবের সহযোগী হলেন ফজল।’ 

পুলিশ কর্মকর্তা জামাল শিকদার জানান, অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল আসামি মকবুল হোসেন পালিয়ে যান। মকবুল হোসেন ধনাইদ এলাকার ইউসুব আলীর ছেলে। তাঁকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি, গ্রহণযোগ্যতার শুনানি পিছিয়ে ১৫ জানুয়ারি

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান