হোম > সারা দেশ > টাঙ্গাইল

নির্মাণাধীন ভবনের গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে নির্মাণাধীন ভবনের লিফট তৈরির জন্য খুঁড়ে রাখা গর্তে জমে থাকা পানিতে ডুবে আব্দুল্লাহ (৩) ও খাদিজা আক্তার (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। আব্দুল্লাহ সোহাগপাড়া গ্রামের লাল চাঁদের ছেলে এবং খাদিজা আক্তার পার্শ্ববর্তী বাড়ির ফজলুল করিমের মেয়ে। দুই শিশু সম্পর্কে মামাতো ফুপাতো ভাই বলে জানা গেছে। 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খোরশেদ আলম ও তাওহীদা বেগম দম্পতি তাঁদের সোহাগপাড়া গ্রামের বাড়িতে ভবন নির্মাণ করছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি পিলার নির্মাণ করা হয়েছে। ভবনে লিফট তৈরির জন্য বেশ কিছু দিন আগে মাটি খুঁড়ে রাখা হয়। গত কয়েক দিনের বৃষ্টিতে ওই গর্তে পানি জমে থাকে। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে ওই দুই শিশু খেলতে গিয়ে গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকেল ৫টার দিকে পরিবারের সদস্যরা দুই শিশুকে গর্তের পানিতে ভাসতে দেখেন। 

খবর পেয়ে মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এস এম মুনসুর মুসা, মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. গিয়াস উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। 

মির্জাপুর থানার দেওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আইয়ূব খান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘শিশুদের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল