হোম > সারা দেশ > ঢাকা

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে অঝোরে কাঁদলেন আ. লীগ নেতা

সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি চেয়ে অঝোরে কাঁদলেন ইয়ারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী শামীম আহাম্মেদ সুমন। সংবাদ সম্মেলনে অব্যাহতির কথা জানিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন। 

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে আশুলিয়ার জামগড়ায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পারিবারিক কারণে তাঁর পক্ষে আর সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না উল্লেখ করে দলীয় পদ থেকে অব্যাহতি চান তিনি। 

সংবাদ সম্মেলনে শামীম আহাম্মেদ সুমন ওরফে সুমন ভুইয়া বলেন, ‘আমি ১০ ডিসেম্বর অব্যাহতি চেয়ে আশুলিয়া থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বরাবর লিখিত আবেদন করেছি। পরে গতকালকে (সোমবার) আমাকে রিসিভড কপি দেওয়া হয়েছে।’ 

অব্যাহতির কারণ হিসেবে তাঁর বাবার মৃত্যু পর শারীরিক ও মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত উল্লেখ করেন তিনি। ফলে বর্তমানে দলীয় কার্যক্রম পরিচালনা করা তাঁর পক্ষে সম্ভব নয় বলে জানান। 

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছে। এমন বিপর্যস্ত অবস্থায় আমি আমার দায়িত্ব পালন করতে পারছি না। দলের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেই আমি অব্যাহতি চাইছি। দল আমাকে অনেক দিয়েছে আমি দলকে কিছুই দিতে পারিনি।’ এ কথা বলে কান্না শুরু করেন তিনি। 

খোঁজ নিয়ে জানা যায়, সুমন ভুঁইয়ার বাবা ইয়ারপুর ইউপি চেয়ারম্যান সৈয়দ আহম্মদ ভূঁইয়ার মৃত্যুতে শূন্য হয়। এরপর শূন্য আসনে আগামী ২৯ ডিসেম্বর ইভিএমের মাধ্যমে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েছেন। এর আগে এই নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক চান সুমন ভূঁইয়া। পরে নৌকা না পেয়ে তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। 

স্বতন্ত্রভাবে নির্বাচনে এসে দলীয় কোনো চাপের কারণে পদ থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচন আর দল তো আলাদা। আমি কোনো ধরনের চাপের মধ্যে নেই। আমি শুধুমাত্র পদ থেকে সড়ে দাঁড়ানোর জন্য দলের অনুমতি চাইছি। আমাকে যারা পদ দিয়েছে আমি তাদের কাছেই অব্যাহতির অনুমতি চেয়েছি। আমি আওয়ামী লীগের সঙ্গে ছিলাম, আছি এবং আমার শেষ নিশ্বাস পর্যন্ত আওয়ামী লীগের জন্যই কাজ করব।’ 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট