হোম > সারা দেশ > ঢাকা

অন্যকে দিয়ে সাজা খাটানো যুবলীগ নেতা নাজমুল কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাদক মামলায় অর্থের বিনিময়ে অন্য আসামির জেল খাটানো যুবলীগ নেতা নাজমুল হাসানকে কারাগারে পাঠানো হয়েছে। আজ সোমবার ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আমিনুল ইসলাম কারাগারে পাঠানোর এ আদেশ দেন। 

এর আগে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। নাজমুলের আইনজীবী প্রাণ নাথ কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে, গতকাল রোববার হাইকোর্টের বিচারপতি মো. আশরাফুল কামালের একক বেঞ্চ ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। ওই নির্দেশনা অনুযায়ী আজ মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত নাজমুল আদালতে আত্মসমর্পণ করেন। 

২০২০ সালের আগস্ট মাসে উত্তরার একটি বাসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজাসহ আনোয়ার হোসেন নামে একজনকে আটক করে। তবে পালিয়ে যান চক্রের মূল হোতা যুবলীগ নেতা নাজমুল হাসান। 

এ ঘটনায় দুজনকে আসামি করে মামলা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিচারে অপরাধ প্রমাণ হওয়ায় পলাতক নাজমুল হাসানকে আট বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত।

নাজমুল ঢাকার উত্তরার ৫৪ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা। তিনি অর্থের বিনিময়ে নিজের পরিচয়ে মিরাজুল নামে একজনকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করান। তাঁর পরিবর্তে মিরাজুল জেল খাটতে থাকেন। অন্যদিকে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। 

বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়। পরে এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ হাইকোর্টে আবেদন জানান। পরে বিষয়টি শুনানি হয়। হাইকোর্ট সংশ্লিষ্ট আদালতের বিচারক, আইনজীবী ও কারা কর্মকর্তার কাছে ব্যাখ্যা চান হাইকোর্ট। ওই ব্যাখ্যা দেওয়ার পর গতকাল শুনানি শেষে হাইকোর্ট যুবলীগ নেতাকে সাজার মামলায় আত্মসমর্পণ করার নির্দেশ দেন।

হাদি সিঙ্গাপুরে, হামলার নেপথ্যের ব্যক্তিরা অজানা

রাজধানীর দক্ষিণখানে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ট্রাফিক পুলিশকে ২০০ মিটার টেনে নিয়ে যাওয়া অটোরিকশাচালক গ্রেপ্তার

শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এতিম শিশুদের দোয়া

আনিস আলমগীরকে গ্রেপ্তার স্বৈরাচারী আমলে সাংবাদিক দমন-পীড়নের পুনরাবৃত্তি

কেরানীগঞ্জে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

ড. ইউনূস যদি চান, সারা বাংলাদেশকে কারাগার বানাতে পারেন—আদালতে আনিস আলমগীর

জবি ভিসির ভবন ঘেরাও করে রেখেছেন আস-সুন্নাহর মেধাবী প্রজেক্টের শিক্ষার্থীরা

আতিফ আসলামের কনসার্ট নিয়ে প্রতারণা: মেইন স্টেজের ৫ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আনিস আলমগীরকে ৫ দিনের রিমান্ডে পেল পুলিশ