হোম > সারা দেশ > ঢাকা

কারাগারে অসুস্থ গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতা আখতার, উদ্বিগ্ন স্ত্রী

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আটক করা হয় গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেনকে। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে দুই দিনের রিমান্ড শেষে কারাগারে নেওয়া হয়েছে। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন দাবি করে আটকের পর থেকে কোনো সাক্ষাতের সুযোগ না দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে তাঁর পরিবার। 

আজ শুক্রবার এ বিষয়ে একটি বিবৃতি দিয়েছেন আখতার হোসেনের স্ত্রী সানজিদা আখতার। 

তিনি বিবৃতিতে বলেন, ‘গত ১৭ জুলাই বেলা ৩টায় আমার স্বামী ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক, ঢাকা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী আখতার হোসেনকে বিনা ওয়ারেন্টে, কোনো অভিযোগ ছাড়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে পুলিশ জবরদস্তিমূলক তুলে নেয়। তখন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। ১৮ তারিখ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। সম্পূর্ণ অন্যায্যভাবে তাঁকে দুই দিনের রিমান্ডে পাঠান মহামান্য আদালত। আমরা তাঁর বিষয়ে উদ্বিগ্ন।’ 

সানজিদা আখতার বলেন, ‘‘আজকে ১৫ দিন আমরা তাঁর (আখতার হোসেন) সাথে দেখা করতে পারছি না। দেখা করার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বারবার দেখা করতে চেয়ে দেখা করতে পারিনি। তিনি কীভাবে আছেন, সুস্থ আছেন কি না, তার কিছুই জানা যাচ্ছে না। এমনকি জরুরি ওষুধও তাঁকে পৌঁছাতে পারছি না। গ্রেপ্তারের আগে থেকেই তিনি অসুস্থ। নিয়মিত ওষুধ খেতে হয় তাঁর।’ 

তিনি আরও বলেন, ‘বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ যোগাযোগবিচ্ছিন্ন করে রাখা হয়েছে, যা কারা আইনের সম্পূর্ণ পরিপন্থী। কারাগারে নয়, যেন নির্বাসনে পাঠানো হয়েছে আখতার হোসেনকে। গত পনেরো দিনে তিনি ফোনকল করেননি একবারের জন্যও। অথচ ন্যূনতম ফোনকলের মাধ্যমে যোগাযোগ করতে পারা প্রত্যেক বন্দীর অধিকার। আমার স্বামী আখতার হোসেনকে সেই অধিকারটুকুও দেওয়া হচ্ছে না।’ 

সানজিদা আখতার বলেন, ‘আমাদের বিয়ের এক বছরও পূর্ণ হয়নি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী। আখতার হোসেন আমার একমাত্র সম্বল। আমি তাঁর মুক্তি চাই। আপনারা তাকে আমার কাছে সহি-সালামতে ফিরিয়ে দিন। আমরা শুনতে পাচ্ছি, তাঁকে জেলে ২৪ ঘণ্টা লকাপে বন্দী করে রাখা হচ্ছে। আখতার হোসেন অসুস্থ। তাঁর বাইরে হাঁটাচলা শারীরিক ভারসাম্যের জন্য জরুরি। কোনো বন্দীকে এভাবে ২৪ ঘণ্টা নির্দিষ্ট কক্ষে আটকে রাখা বেআইনি এবং বৈষম্যমূলক।’ 
 
পরিবারের বাকি সদস্যদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার শাশুড়ি, আখতার হোসেনের মায়ের বয়স সত্তরোর্ধ্ব । ছেলের শোকে তিনি পাগলপ্রায়। তিনি যখন বলেন, ‘‘আমার কলিজার টুকরা ছেলেকে এনে দাও!” আমি তাঁকে কী বলে সান্ত্বনা দেব?’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট