হোম > সারা দেশ > ঢাকা

৫০ বাস নিয়ে আগামী সপ্তাহেই চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনতে আগামী ২৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ফ্র‍্যাঞ্চাইজিভিত্তিক ঢাকা নগর পরিবহন। প্রথম দিনে ট্রান্স সিলভার ২০টি বিআরটিসির ৩০টি বাস নিয়ে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত শুরু হবে এই সেবা। 

আজ রোববার নগর ভবনে বাস রুট রেশনালাইজেশনের ২০তম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সভায় দুই মেয়র ছাড়াও রুট রেশনালাইজেশনের অন্য অংশীদারগণ উপস্থিত ছিলেন। 
 
মেয়র তাপস জানান, আগামী ২৬ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই সেবার উদ্বোধন করবেন। মেয়র তাপস বলেন, বিজ্ঞপ্তি অনুযায়ী এই রুটে আটটি প্রতিষ্ঠান আবেদন করেছে। এর মধ্যে যাচাই-বাছাই করে পাঁচটিকে নিশ্চিত করেছি। সেগুলো হলো ট্রান্স সিলভা, ঝান এন্টারপ্রাইজ, মোস্তফা হেলাল কবির, এইচআর ট্রান্সপোর্ট এজেন্সি ও বিআরটিসি। 

মেয়র জানান, সব বাস প্রস্তুত না থাকায় আগামী ২৬ তারিখে ট্রান্স সিলভার ২০টি এবং বিআরটিসির ৩০টি ডাবলডেকার নিয়ে শুরু হবে এই সেবা। ৩১ জানুয়ারির মধ্যে তা সমন্বয় করা হবে এবং ৬০ কর্মদিবসে এই রুট পুরোদমে প্রস্তুত হয়ে যাবে। 

মেয়র আতিক বলেন, প্রথম দিন থেকেই ই-টিকেটিং সিস্টেম হবে। বাস ড্রাইভারদের লাইসেন্স, রুট পারমিট ও রেজিস্ট্রেশন নিশ্চিত করে পোশাক ও আইডি কার্ড দেওয়া হবে।   

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক