হোম > সারা দেশ > ঢাকা

৫০ বাস নিয়ে আগামী সপ্তাহেই চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা আনতে আগামী ২৬ ডিসেম্বর থেকে চালু হচ্ছে ফ্র‍্যাঞ্চাইজিভিত্তিক ঢাকা নগর পরিবহন। প্রথম দিনে ট্রান্স সিলভার ২০টি বিআরটিসির ৩০টি বাস নিয়ে ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত শুরু হবে এই সেবা। 

আজ রোববার নগর ভবনে বাস রুট রেশনালাইজেশনের ২০তম সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। সভায় দুই মেয়র ছাড়াও রুট রেশনালাইজেশনের অন্য অংশীদারগণ উপস্থিত ছিলেন। 
 
মেয়র তাপস জানান, আগামী ২৬ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই সেবার উদ্বোধন করবেন। মেয়র তাপস বলেন, বিজ্ঞপ্তি অনুযায়ী এই রুটে আটটি প্রতিষ্ঠান আবেদন করেছে। এর মধ্যে যাচাই-বাছাই করে পাঁচটিকে নিশ্চিত করেছি। সেগুলো হলো ট্রান্স সিলভা, ঝান এন্টারপ্রাইজ, মোস্তফা হেলাল কবির, এইচআর ট্রান্সপোর্ট এজেন্সি ও বিআরটিসি। 

মেয়র জানান, সব বাস প্রস্তুত না থাকায় আগামী ২৬ তারিখে ট্রান্স সিলভার ২০টি এবং বিআরটিসির ৩০টি ডাবলডেকার নিয়ে শুরু হবে এই সেবা। ৩১ জানুয়ারির মধ্যে তা সমন্বয় করা হবে এবং ৬০ কর্মদিবসে এই রুট পুরোদমে প্রস্তুত হয়ে যাবে। 

মেয়র আতিক বলেন, প্রথম দিন থেকেই ই-টিকেটিং সিস্টেম হবে। বাস ড্রাইভারদের লাইসেন্স, রুট পারমিট ও রেজিস্ট্রেশন নিশ্চিত করে পোশাক ও আইডি কার্ড দেওয়া হবে।   

রাজধানীর খিলক্ষেতে মাইক্রোবাসের ধাক্কায় মাছ ব্যবসায়ীর মৃত্যু

নিখোঁজ এনসিপি সদস্য ওয়াসিমের সন্ধান মিলল মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে

রাজধানীর কদমতলীতে ভাঙারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

শিল্পপতি-কোটিপতিরা ভোটের লড়াইয়ে

কেরানীগঞ্জে সড়কে পৃথক দুর্ঘটনা, নিহত ২

ওসমান হাদি হত্যায় ১৭ আসামির কার কী ভূমিকা

ভিডিওটি শুটার ফয়সালের, এটা ঠিক, কিন্তু সে দুবাইয়ে নেই: ডিবিপ্রধান

চোর সন্দেহে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: সম্পূরক অভিযোগপত্রে আসামি ঢাবির আরও ৭ শিক্ষার্থী

হাদি হত্যায় যুবলীগ নেতা বাপ্পীর সংশ্লিষ্টতা, শুটার ফয়সালসহ অভিযোগপত্রে আসামি ১৭: ডিবি

কেরানীগঞ্জে বিপুল পরিমাণ জাটকা জব্দ