হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে ফিলিস্তিনের মানব পতাকা প্রদর্শন

জাবি প্রতিনিধি 

জাবিতে ফিলিস্তিনের মানব পতাকা প্রদর্শন। ছবি: আজকের পত্রিকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফিলিস্তিনের মানব পতাকা প্রদর্শন করা হয়েছে। আন্তর্জাতিক প্যালেস্টাইন সংহতি দিবস উপলক্ষে আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

এর আগে একই স্থানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), প্রক্টরসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদ সিয়াম বলেন, ‘ফিলিস্তিনে যে হত্যাযজ্ঞ চলছে, সেটির একটা ছাপ আমরা এই অঞ্চলেও দেখতে পাই। এ অঞ্চলে ভারতীয় আধিপত্যবাদ যেভাবে আমাদের ওপর জেঁকে বসেছে, আমরা সে আধিপত্যবাদ থেকে মুক্তি পেতে চাই। আমরা ফিলিস্তিনের সকল শিশু-যুবকের সঙ্গে সুর মেলাতে চাই।’

তৌহিদ সিয়াম আরও বলেন, ‘ইসরায়েলের জায়নবাদ থেকে শুরু করে এই অঞ্চলে ভারতের আধিপত্যবাদ সবকিছু থেকে আমরা মুক্তি চাই। জুলাই অভ্যুত্থান থেকে শক্তি সঞ্চয় করে আমরা সকল আধিপত্যবাদকে রুখে দিতে চাই।’

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, ‘জায়নিজম হচ্ছে জেনোসাইডের প্রতি একধরনের সমর্থন। এই জেনোসাইডের হাত থেকে ফিলিস্তিনিদের রক্ষা করার জন্য আমাদের, আরবদের ঐক্যবদ্ধ হতে হবে। হামাস, হিজবুল্লাহ, হুতিরা ইসরায়েলের বিরুদ্ধে লড়ে যাচ্ছে। ইসলামিক রিপাবলিক অব ইরানও তাদের পাশে দাঁড়িয়েছে। একইভাবে আমরা চাই, সকল আরব দেশ ফিলিস্তিনের পাশে দাঁড়াক।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট