হোম > সারা দেশ > ঢাকা

অবৈধ সম্পদ অর্জন: দুদকের মামলায় জি কে শামীমের জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সম্পদ অর্জনের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা জি কে শামীমকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম.ইনায়েতুর রহিম জামিন স্থগিত করেন।

সেই সঙ্গে এ বিষয়ে শুনানির জন্য আপিল বভিগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়েছে। আগামী ১১ মার্চ বিষয়টি শুনানি হবে। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ৪ জানুয়ারি জামিন প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে জি কে শামীমকে জামিন দেন হাইকোর্ট। পরে ওই জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে দুদক। চেম্বার আদালতে জি কে শামীমের পক্ষে ছিলেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালে জি কে শামীম ও তার মাকে আসামি করে মামলা করে দুদক।

২০২১ সালে দুজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। আর ২০২২ সালের ১৮ অক্টোবর আদালত তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বর্তমানে মামলাটি বিচারিক আদালতে সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ