হোম > সারা দেশ > টাঙ্গাইল

স্থগিত ফুলবাগচালা ইউনিয়নের নির্বাচন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

রাত পোহালেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। কিন্তু ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগেই মধুপুরের ফুলবাগচালা ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশন থেকে এ স্থগিতাদেশ জারি করা হয়। এ নিয়ে মধুপুরের দুইটি ইউনিয়নের নির্বাচন স্থগিত হয়েছে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন বলেন, আগামীকাল বুধবার মধুপুর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত সোমবার নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগে অরণখোলা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। আজ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ শাখার উপপরিচালক মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে ফুলবাগ চালা ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে।

স্থগিতাদেশের পত্রে উল্লেখ করা হয়েছে, ‘আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য টাঙ্গাইলের মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।’

ওই নির্দেশনার কারণে উপজেলার অরণখোলা ও ফুলবাগ চালা ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে আগামীকাল কুড়ালিয়া, মহিষমারা, আউশনারা, কুড়াগাছা, বেরীবাইদ ও শোলাকুড়ী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে