হোম > সারা দেশ > টাঙ্গাইল

স্থগিত ফুলবাগচালা ইউনিয়নের নির্বাচন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

রাত পোহালেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। কিন্তু ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগেই মধুপুরের ফুলবাগচালা ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশন থেকে এ স্থগিতাদেশ জারি করা হয়। এ নিয়ে মধুপুরের দুইটি ইউনিয়নের নির্বাচন স্থগিত হয়েছে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন বলেন, আগামীকাল বুধবার মধুপুর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত সোমবার নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগে অরণখোলা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। আজ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ শাখার উপপরিচালক মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে ফুলবাগ চালা ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে।

স্থগিতাদেশের পত্রে উল্লেখ করা হয়েছে, ‘আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য টাঙ্গাইলের মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।’

ওই নির্দেশনার কারণে উপজেলার অরণখোলা ও ফুলবাগ চালা ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে আগামীকাল কুড়ালিয়া, মহিষমারা, আউশনারা, কুড়াগাছা, বেরীবাইদ ও শোলাকুড়ী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট