হোম > সারা দেশ > টাঙ্গাইল

স্থগিত ফুলবাগচালা ইউনিয়নের নির্বাচন

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

রাত পোহালেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। কিন্তু ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগেই মধুপুরের ফুলবাগচালা ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে নির্বাচন কমিশন থেকে এ স্থগিতাদেশ জারি করা হয়। এ নিয়ে মধুপুরের দুইটি ইউনিয়নের নির্বাচন স্থগিত হয়েছে।

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিন বলেন, আগামীকাল বুধবার মধুপুর উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গত সোমবার নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ার অভিযোগে অরণখোলা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। আজ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ শাখার উপপরিচালক মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি পত্রের মাধ্যমে ফুলবাগ চালা ইউনিয়নের নির্বাচন স্থগিত করেছে।

স্থগিতাদেশের পত্রে উল্লেখ করা হয়েছে, ‘আগামীকাল বুধবার অনুষ্ঠিতব্য টাঙ্গাইলের মধুপুর উপজেলার ফুলবাগচালা ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।’

ওই নির্দেশনার কারণে উপজেলার অরণখোলা ও ফুলবাগ চালা ইউনিয়নের নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে আগামীকাল কুড়ালিয়া, মহিষমারা, আউশনারা, কুড়াগাছা, বেরীবাইদ ও শোলাকুড়ী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

২৪ ব্যবসায়ীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভিযোগ

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন