হোম > সারা দেশ > ঢাকা

৩ মাস আগে বিয়ে, কথিত প্রেমিককে নিয়ে হত্যার পর মাটিচাপা দিলেন স্বামীর লাশ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রেম করে মাত্র তিন মাস আগে পরিবারের অমতে বিয়ে করেছিলেন তাঁরা। শ্বশুরবাড়ি থাকা অবস্থায় আরেক ছেলের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ওই গৃহবধূর। পরে কথিত সেই প্রেমিককে নিয়ে স্বামীকে হত্যার পর লাশ মাটিচাপা দেন। টাঙ্গাইলের ভূঞাপুরে এই ঘটনা ঘটে। গ্রেপ্তারের পর সেই গৃহবধূ পুলিশের কাছে ঘটনার বর্ণনা দেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে স্বামীর লাশ উদ্ধার করা হয়।

নিহতের নাম নাঈম হোসেন (২০)। তিনি ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে। গতকাল মঙ্গলবার রাতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার চর ডাকাইতাবান্দা এলাকা থেকে নাঈমের লাশ উদ্ধার করে পুলিশ।

হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক মাসুদ (২২) ও গৃহবধূ রেশমি খাতুনকে (১৯) গ্রেপ্তার করা হয়েছে। মাসুদ উপজেলার অর্জুনা ইউনিয়নের চরভরুয়া গ্রামের বাসিন্দা। রেশমি খাতুন একই ইউনিয়নের রামাইল গ্রামের বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, নাঈম ও রেশমি প্রায় তিন মাস আগে প্রেম করে পরিবারের অমতে বিয়ে করেন। ১৯ ডিসেম্বর স্ত্রী রেশমিকে নিয়ে নাঈম রামাইলে শ্বশুরবাড়ি বেড়াতে যান। বিকেলে নাঈমকে নিয়ে ঘুরতে বের হন রেশমি। এরপর রাতে রেশমি বাড়ি ফিরে জানান তাঁর স্বামী চলে গেছেন। এর পর থেকে নাঈমের খোঁজ পাওয়া যাচ্ছিল না।

গ্রেপ্তার রেশমির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, রেশমি পরকীয়ায় আশক্ত ছিলেন। প্রেমিকের সহায়তায় স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন তিনি। এর আগে পরিকল্পনা অনুযায়ী স্বামীকে নিয়ে চরাঞ্চলের বিভিন্ন জায়গায় ঘুরতে যান রেশমি। সরিষাবাড়ী সীমান্ত এলাকায় গিয়ে প্রেমিকের সহায়তায় হত্যার পর লাশ মাটিচাপা দিয়ে রেশমি বাবার বাড়ি চলে যান।

এ বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। বেড়ানোর কথা বলে স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেন পরকীয়া প্রেমিকের সহায়তায়। পরে লাশ গুম করার জন্য মাটিচাপা দেন। আটকের পর জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন ওই গৃহবধূ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট