হোম > সারা দেশ > মাদারীপুর

হাতবোমা ফাটিয়ে বসতঘর ভাঙচুর–লুটপাট, গ্রেপ্তার ১ 

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে পূর্বশত্রুতার জের ধরে হাতবোমা ফাটিয়ে দুটি বসতঘর ও ক্লাবে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ শুক্রবার দুপুরে মামলা হলে মূল আসামি জামাল খন্দকারকে (৪৫) গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদারীপুরের কালকিনি পৌরসভার চরঠেঙ্গামারা গ্রামের বাবুল ব্যাপারীর সঙ্গে প্রতিবেশী জামাল খন্দকারের নানা বিষয় নিয়ে বিরোধ চলছে। এরই জের ধরে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাবুল ব্যাপারীর পরিবারের ওপর হামলা চালান জামাল ও তাঁর লোকজন। এ সময় বাবুলের প্রতিবেশী মজিবর হাওলাদারের বাড়িতেও হামলা চালানো হয়। 

এ সময় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। ক্ষতিগ্রস্তদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। যাওয়ার সময় হামলাকারীরা পাশের শেখ রাসেল একতা সংঘ নামের একটি ক্লাবেও ভাঙচুর চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এই ঘটনায় আজ শুক্রবার সকালে ১৪ জনের বিরুদ্ধে কালকিনি থানায় মামলা করে ক্ষতিগ্রস্ত পরিবার। পরে দুপুরে অভিযান চালিয়ে মূল আসামি জামাল খন্দকারকে গ্রেপ্তার করে পুলিশ। 

ক্ষতিগ্রস্ত বাবুল ব্যাপারীর ছোট ভাই আবুল হোসেন বলেন, ‘হঠাৎ করে দুই দিক দিয়ে অর্ধশত মানুষ বাড়িঘরে হামলা চালান। হাতবোমা ফাটিয়ে আতঙ্ক ছড়িয়ে ঘরে লুটপাট করে পালিয়ে যান তাঁরা। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’ 

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার আব্দুলাহ আল মামুন বলেন, বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে মামলা হলে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উত্তরায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু, মা-ভাইসহ আহত ৩

বাম, শাহবাগী, ছায়ানট, উদীচীকে তছনছ করে দিতে হবে: জাবি ছাত্রশিবির সেক্রেটারি

ওসমান হাদির জানাজা: ১০০০ বডি ওর্ন ক্যামেরা পরবেন পুলিশ সদস্যরা

ময়মনসিংহে পিটিয়ে হত্যা: র‍্যাবের অভিযানে আটক ৭

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল