হোম > সারা দেশ > ঢাকা

চুরির অপবাদে শিকলে বেঁধে দুই কিশোরকে নির্যাতন, গ্রেপ্তার ২

 উত্তরা (ঢাকা) প্রতিনিধি 

শিকলে বেঁধে কিশোরকে নির্যাতন করা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় চুরির অপবাদে দুই কিশোরকে শিকলে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। এক কিশোরের পরিবার টাকা দিয়ে সন্তানকে ছাড়িয়ে নিয়ে যায়। পরে রোববার (২৭ অক্টোবর) রাতে পুলিশ গিয়ে আরেক কিশোরকে উদ্ধার করে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

উত্তরা ৯ নম্বর সেক্টরের নাভানা সিএনজি রোডের ভাই ভাই অটোমোবাইল ওয়ার্কশপের ভেতরে ঘটনাটি ঘটে।

গ্রেপ্তারেরা হলেন—ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার উত্তর চকবস্তা গ্রামের গোলাম কিবরিয়া (২৪) ও আনোয়ার হোসেন (২৮)।

এ বিষয়ে সোমবার (২৮ অক্টোবর) রাতে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘রাশেদা বেগম নামের এক নারী রোববার একটি অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তাঁর ছেলেকে গোলাম কিবরিয়া ও আনোয়ার হোসেনসহ ৪-৫ জন বাসা থেকে ডেকে নিয়ে উত্তরা ৯ নম্বর সেক্টরের নাভানা সিএনজি রোডের একটি ওয়ার্কশপের ভেতর শিকলে বেঁধে নির্যাতন করেছে। পরে তিনি সেখানে গেলে আসামিরা তাঁকে জানান, তাঁর ছেলে চোর। তাঁকে নিতে হলে ৪৫ হাজার টাকা দিতে হবে। পরে তিনি ৩৩ হাজার টাকা এবং একটি সাদা কাগজে লিখিত দিয়ে ছেলেকে মুক্ত করেন। ওই সময় তিনি গ্যারেজটিতে দেখতে পান, তাঁর ছেলের বন্ধুকেও শিকলে বেঁধে আটক রাখা হয়েছে। তার কেউ নেই বিধায় কেউ ছাড়াতে যায়নি।’

ওসি হাফিজুর রহমান বলেন, ‘পরবর্তীতে সেখানে অভিযান চালিয়ে চাঁদা আদায়ের ৩২ হাজার টাকা, লিখিত নেওয়া সাদা কাগজসহ গোলাম কিবরিয়া ও আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে শিকলে বেঁধে রাখা অবস্থায় কিশোরকে উদ্ধার করা হয়েছে।’

তিনি বলেন, ‘এ ঘটনায় রাশেদা বেগম বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার গোলাম কিবরিয়া ও আনোয়ার হোসেনকে আদালতে পাঠানো হয়। পরে শুনানি শেষে বিচারক তাঁদের কারাগারের পাঠানোর নির্দেশ দেন। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট