হোম > সারা দেশ > ঢাকা

বেশি ঋণ পাবে বেবিচক কর্মীরা,৩ ব্যাংকের সঙ্গে চুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কর্মীরা যেন বেশি পরিমাণ ব্যাংক ঋণ পেতে পারে সে জন্য তিনটি ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আজ বৃহস্পতিবার বেবিচকের সম্মেলন কক্ষে বেবিচক এবং রাষ্ট্রায়ত্ত তিনটি ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকগুলো হলো—সোনালী, রূপালী ও অগ্রণী।

সংশ্লিষ্টরা জানিয়েছে, কর্মকর্তা/কর্মচারীদের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে বাড়ি তৈরি, জমিসহ তৈরি বাড়ি ক্রয় এবং ফ্ল্যাট ক্রয়ের ক্ষেত্রে ঋণ প্রদানের লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক প্রতিষ্ঠান সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকসমূহের সঙ্গে চুক্তি সম্পাদনের আগ্রহ ব্যক্ত করে পত্র প্রেরণ করা হলে সংশ্লিষ্ট ব্যাংকসমূহ তাদের স্ব-স্ব খসড়া সমঝোতা স্মারক প্রেরণ করে। পরে বেবিচক ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা ও পর্যালোচনা করে খসড়া চুক্তি চূড়ান্ত করে প্রথমে তিনটি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, ‘বিদ্যমান নীতিমালা অনুযায়ী বেবিচকের কর্মীরা খুবই স্বল্প পরিমাণ ঋণ পেতেন যা প্রয়োজনের তুলনায় কম ছিল। ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে গৃহ নির্মাণ/জমিসহ বাড়ি/ফ্ল্যাট ক্রয়ের নীতিমালা অনুমোদন এবং সোনালী, রূপালী ও অগ্রণী ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পাদনের ফলে সকল পর্যায়ের কর্মকর্তা/কর্মচারীরা উপকৃত হবে।’ 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট