হোম > সারা দেশ > ঢাকা

এডিস নিধনে ডিএসসিসির অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে এডিস মশা নিধনে ভ্রাম্যমাণ আদালতের ১১ মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আজ বুধবার মহানগরীর পাঁচ অঞ্চলে পৃথক এ অভিযানে পরিচালনা করা হয়। এ সময় মোট ২০৫টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১১টি বাড়ি–নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। 
 
এক নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের আদালত ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ২৯টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে দুটি বাড়ি–স্থাপনায় মশার লার্ভা পাওয়া যায়। স্কাই টাচ নামক নির্মাণাধীন একটি অ্যাপার্টমেন্টে প্রজেক্ট ইঞ্জিনিয়ারকে ২০ হাজার টাকা এবং আরেকটি বাড়ির মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। 

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আর সেলিম শাহনেওয়াজ কদমতলী ও সবুজবাগ এলাকার ৫৭টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে কোথাও লার্ভার উপস্থিতি পায়নি। 

তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল উদ্দিনের আদালত লালবাগ এলাকায় ৪৮টি বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিনটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় মোট আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের আদালত নর্থসাউথ রোড ও বংশাল এলাকার ১৫টি বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। মশার লার্ভা পাওয়ায় দুইটি স্থাপনাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন তিনি। 

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ওয়াবদা কলোনি ও মুরাদপুর এলাকার ৫৬টি বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এ সময় চারটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি