হোম > সারা দেশ > ঢাকা

এডিস নিধনে ডিএসসিসির অভিযান, ৭৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীতে এডিস মশা নিধনে ভ্রাম্যমাণ আদালতের ১১ মামলায় ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। আজ বুধবার মহানগরীর পাঁচ অঞ্চলে পৃথক এ অভিযানে পরিচালনা করা হয়। এ সময় মোট ২০৫টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে ১১টি বাড়ি–নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। 
 
এক নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলামের আদালত ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ২৯টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে দুটি বাড়ি–স্থাপনায় মশার লার্ভা পাওয়া যায়। স্কাই টাচ নামক নির্মাণাধীন একটি অ্যাপার্টমেন্টে প্রজেক্ট ইঞ্জিনিয়ারকে ২০ হাজার টাকা এবং আরেকটি বাড়ির মালিককে দুই হাজার টাকা জরিমানা করা হয়। 

দুই নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এম আর সেলিম শাহনেওয়াজ কদমতলী ও সবুজবাগ এলাকার ৫৭টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে কোথাও লার্ভার উপস্থিতি পায়নি। 

তিন নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল উদ্দিনের আদালত লালবাগ এলাকায় ৪৮টি বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এ সময় তিনটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় মোট আট হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

চার নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের আদালত নর্থসাউথ রোড ও বংশাল এলাকার ১৫টি বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। মশার লার্ভা পাওয়ায় দুইটি স্থাপনাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন তিনি। 

পাঁচ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ ওয়াবদা কলোনি ও মুরাদপুর এলাকার ৫৬টি বাড়ি ও স্থাপনায় অভিযান পরিচালনা করেন। এ সময় চারটি স্থাপনায় মশার লার্ভা পাওয়ায় মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট