কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কোনো নিরপরাধ শিক্ষার্থী হয়রানির শিকার হলে দুজন সহকারী প্রক্টরের সঙ্গে যোগাযোগের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরপরাধ ঢাবি শিক্ষার্থী হয়রানির শিকার হলে সহকারী প্রক্টর ড. মো. হাসান ফারুক (মোবাইল নম্বর: ০১৭৬৮-৮৮৪৪২৮) এবং ছাত্রীদের জন্য সহকারী প্রক্টর ড. ফারজানা আহমেদের (মোবাইল নম্বর: ০১৭১১-৫৭৬৩৮৯) সঙ্গে যোগাযোগ করার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
নিরপরাধ শিক্ষার্থীদের হয়রানি বন্ধে বিশ্ববিদ্যালয় থেকে সম্ভাব্য সব সহযোগিতা দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।