হোম > সারা দেশ > মাদারীপুর

আড়াই ঘণ্টা পর বাংলাবাজার-শিমুলিয়া রুটে লঞ্চ চলাচল শুরু

প্রতিনিধি

শিবচর (মাদারীপুর): বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বৈরী আবহাওয়ার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার দুপুর ১২ টার দিকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। এর আগে ঝড়ো বাতাসের কারণে সকাল সাড়ে নয়টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিএ।

জানা গেছে, ঝোড়ো বাতাসে পদ্মা উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে সকাল থেকে বন্ধ ছিল লঞ্চ চলাচল। আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে দুপুর ১২টা থেকে লঞ্চ চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকেই পদ্মা উত্তাল রয়েছে। সকাল নয়টা থেকে ঝড়ো বাতাস বইতে থাকলে মাঝ পদ্মা আরও বেশি উত্তাল হয়ে উঠে। প্রচণ্ড ঢেউয়ের কারণে লঞ্চ চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনা এড়াতে সাড়ে নয়টা থেকে সকল লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। দুপুর ১২ টার দিকে পদ্মায় ঢেউ কিছুটা কমে এলে লঞ্চ চলাচল শুরু করে।

বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'আবহাওয়া পুরোপুরি স্বাভাবিক না হলেও পদ্মায় ঢেউ কিছুটা কমেছে। দুপুর ১২ টার দিকে লঞ্চ চালু করা হয়েছে। তবে অপেক্ষাকৃত বড় লঞ্চগুলো এখন ছাড়া হচ্ছে।

তিনি আরও বলেন,'আকাশ এখনো মেঘাচ্ছন্ন। থেমে থেমে বৃষ্টিও হচ্ছে। পরিস্থিতি আবারও বৈরী হয়ে উঠলে লঞ্চ চলাচল বন্ধ রাখা হতে পারে।'

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট