হোম > সারা দেশ > ঢাকা

সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালংকার লুট, কয়েকজন আহত

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

ঢাকার সাভারে চলন্ত বাসে যাত্রীদের ছুরিকাঘাত করে অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত চার যাত্রী ছুরিকাহত হয়েছেন বলে জানা গেছে। তাঁদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সভার পৌর এলাকার রেডিও কলোনি বাসস্ট্যান্ডে থেকে সিঅ্যান্ডবি বাসস্ট্যান্ডের মধ্যে ওয়েলকাম পরিবহনের একটি বাসে এই ঘটনা ঘটে। জিনিসপত্র লুট শেষে অভিযুক্ত তিনজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন মহাসড়কে নেমে যায়।

আহতদের মধ্যে শামীম হোসেন নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কালিকাপুর এলাকার মৃত আজগর হোসেনের ছেলে। তিনি আশুলিয়ার শ্রীপুর এলাকায় ভাড়া থেকে ঢাকার একটি বায়িং হাউজে চাকরি করেন। বাকিদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আহত শামীম হোসেনের বরাত দিয়ে তাঁর ভায়রা মিজানুর রহমান বলেন, ওই তিনজন প্রথম আসনে বসা তিনজনকে কুপিয়ে জখম করেন। এরপর অন্য যাত্রীদের কোপানোর ভয় দেখিয়ে তাদের কাছে থাকা অর্থ, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল দিয়ে দিতে বলে। এ সময় যাত্রীদের সবাই ভয়ে তাদের কাছে থাকা টাকা ও অন্যান্য মালামাল তাদের হাতে তুলে দেন।

হারুন-অর-রশিদ নামে একজন যাত্রী বলেন, ‘আমি উলাইল এলাকার একটি গার্মেন্টসে গিয়েছিলাম। উলাইল বাসস্ট্যান্ড থেকে আশুলিয়াগামী ওয়েলকাম পরিবহনের একটি বাসে উঠি। মহিলাদের যে চারটি আসন থাকে তার একটি আসনে আমি বসেছিলাম। ওই আসন চারটির তিনটিতে আগে থেকেই তিনজন লোক বসা ছিলেন। বাসটি রেডিও কলোনি বাসস্ট্যান্ড ছাড়ার পরপরই ওই তিন যাত্রী দাঁড়িয়ে পড়েন এবং ধারলো অস্ত্র বের করে যাত্রীদের কোপাতে থাকেন। এরপর তারা আামাকেসহ অন্যান্য যাত্রীদের কাছ থেকে সব লুটে নেয়।’

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি। ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সাভার হাইওয়ে থানার পরিদর্শক (তদন্ত) সওগাতুল আলম বলেন, ‘আশুলিয়া থানা পুলিশ বাসটি আটক করেছে। চালক ও সহকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।’

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ