হোম > সারা দেশ > ঢাকা

বিজয় দিবসে রাজারবাগে শহীদদের প্রতি পুলিশের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ পুলিশ। আজ শুক্রবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে নির্মিত রাজারবাগ স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।

এ সময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। 

শ্রদ্ধা নিবেদনকালে বিউগলে করুণ সুর বেজে ওঠে। এ সময় ডিএমপির একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে বীর শহীদদের সম্মান জানান। 

শহীদদের স্মৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। আমরা যারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই দেশটি স্বাধীন করেছি, আমাদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে দিনটি স্মরণ করি।’ 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই দেশ এমনি এমনি স্বাধীন হয়নি। অনেক রক্ত, অনেক আন্দোলন, অনেক ত্যাগের বিনিময়ে দেশটি স্বাধীন হয়েছে।’ 

এ সময় আরও শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, এসবি মো. মনিরুল ইসলাম। বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্কের (BPWN) সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি (প্রটেকশন অ্যান্ড প্রটোকল) আমেনা বেগমসহ পুলিশের অন্যান্য ইউনিটও শ্রদ্ধা জানায়। শহীদদের স্মৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত চৌধুরী। 

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আমিনুল ইসলাম খানসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট