হোম > সারা দেশ > ঢাকা

‘ভবন দুটি খুবই ঝুঁকিপূর্ণ, ভেঙে ফেলা হতে পারে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিদ্দিকবাজারের ভবন দুটি খুবই ঝুঁকিপূর্ণ জানিয়ে তা দ্রুত ভেঙে ফেলা হতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা।

আজ বুধবার ঘটনাস্থল পরিদর্শনের সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ভবন দুটি খুবই ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। দেখে মনে হচ্ছে, ভবন দুটি রাখা যাবে না। ভবন দুটির ব্যাপারে সিদ্ধান্ত নিতে বৈঠক হয়েছে। ভেঙে ফেলার সিদ্ধান্ত আসলে সিটি করপোরেশনের পক্ষ থেকে ভবন দুটি ভেঙে ফেলা হবে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিবহন শাখার মহাব্যবস্থাপক বলেন, ‘বৃহস্পতিবার ভবন দুটির ব্যাপারে আবারও বিশেষজ্ঞ কমিটির বৈঠক হবে। পরিদর্শন করে যতটুকু দেখেছি, তাতে ভবন দুটি খুবই নড়বড়ে অবস্থায় আছে। ভারী যান চলাচলের কারণে ভবন দুটি যাতে দেবে না যায়, সে জন্য সামনের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসকে সতর্কতার সঙ্গে উদ্ধারকাজ পরিচালনা করতে পরামর্শ দিয়েছি। ভবন দুটি হয়তো ভেঙে ফেলতে হবে। বৃহস্পতিবার বিশেষজ্ঞ কমিটির সিদ্ধান্ত পাওয়ার পর দ্রুত এ ব্যাপারে কার্যক্রম পরিচালনা করা হবে।’

ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমনি শর্মা বলেন, ‘সাততলা ভবনটির পাঁচটি কলাম ক্ষতিগ্রস্ত হয়েছে। যেকোনো সময় এটি হেলে পড়তে পারে। বলা যায়, ভবনটি এক পায়ে দাঁড়িয়ে আছে। পাশের ক্ষতিগ্রস্ত ব্র্যাক ব্যাংকের ভবনটিও সামনের ও ভেতরের দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের ইঞ্জিনিয়ারিং টিম ভবন দুটির ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা করে তাদের সিদ্ধান্ত জানাবে। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে খুবই সাবধানে উদ্ধারকাজ চালানো হচ্ছে।’

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার