হোম > সারা দেশ > ঢাকা

সংস্কৃতি খাতে অনুদান নয়, বাজেটে স্থান চান কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী অর্থবছর সামনে রেখে দেশের সংস্কৃতি খাতের উন্নতিকরণে অবকাঠামোগত উন্নয়নসহ সংস্কৃতি খাতে কমপক্ষে ১ শতাংশ বাজেটের দাবি জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। আজ বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা। 

সংস্কৃতি খাতের উন্নয়নের জন্য সারা দেশের বিভিন্ন পর্যায়ে অবকাঠামোগত উন্নয়নের প্রস্তাবনা তুলে ধরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। অনুদানের ভাবনা থেকে বেরিয়ে এসে সংস্কৃতি ক্ষেত্রে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সংস্কৃতিকর্মীদেরও এই খাতে আর কোনো অনুদান নয়, বরং বাজেট দিতে হবে।’

লিখিত বক্তব্যে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরা হয়।  প্রস্তাবনাগুলোর মধ্যে বলা হয়েছে জাতীয় বাজেটের কমপক্ষে ১ শতাংশ সংস্কৃতি খাতে বরাদ্দ করে এর বড় একটি অংশ অবকাঠামোগত উন্নয়ন, প্রশিক্ষণ, সংগঠনের অনুদান, শিল্পীদের সম্মানী এবং বিশেষ কর্মসূচি বাস্তবায়নে ব্যয় করতে হবে। প্রতি উপজেলায় ৫০০ আসনের আধুনিক মিলনায়তন নির্মাণ এবং এর সঙ্গে মহড়া, প্রশিক্ষণের সুবিধা সংবলিত কয়েকটি কক্ষ নির্মাণ করতে হবে। উপজেলা সদরে একটি উন্মুক্ত মঞ্চ নির্মাণ করতে হবে।  বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ স্মরণে রেখে প্রতি জেলায় বঙ্গবন্ধু জন্মশতবর্ষ স্মৃতিভবন নির্মাণ করা, মহানগরীগুলোর প্রতি ৫ লাখ নাগরিকের জন্য একটি করে আধুনিক মিলনায়তন নির্মাণ করা অত্যাবশ্যকসহ ১৭টি প্রস্তাবনা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোটের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক মুহাম্মদ সামাদ। এ ছাড়া জোটের বিভিন্ন পর্যায়ের সদস্য ও শিল্পীরা উপস্থিত ছিলেন।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার