হোম > সারা দেশ > ঢাকা

শিশুকে অপহরণ করে হত্যার হুমকি, গ্রেপ্তার ২

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় ১২ বছরের এক শিশুকে অপহরণের ঘটনায় এক কিশোরসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। অপহৃত শিশুকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করেন র‍্যাব সদস্যরা।

আজ সোমবার গ্রেপ্তার দুজনকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল রোববার গভীর রাতে আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করে র‍্যাব।

ভুক্তভোগী শিশু রংপুর কোতয়ালি থানার রতনপুর গ্রামের বাসিন্দা। সে একটি স্কুলে ২য় শ্রেণিতে পড়াশোনা করে। আশুলিয়ার কাঠগড়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করেন।  বাবা আকমল হোসেন পেশায় রিকশাচালক।

গ্রেপ্তারকৃতরা হল ময়মনসিংহ জেলার অষ্টদার কুঠুরাকান্দা এলাকার মো. আতাব আলী (৬২) ও এক কিশোর (১৭)। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী শিশুর বাবা।

ভুক্তভোগীর পরিবার জানায়, শিশুটি বাসার সামনে খেলছিল। পরে তাকে কৌশলে নিয়ে যায় অপহরণকারীরা। শিশুকে জিম্মি করে পরিবারের কাছে মোবাইল ফোনে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানালে শিশুকে মেরে ফেলার হুমকি দেয় তারা। অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র‍্যাব ও শিশুটিকে উদ্ধার করে।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই আবুল হোসেন বলেন, ‘র‍্যাব অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করেছে। শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু