হোম > সারা দেশ > ঢাকা

শিশুকে অপহরণ করে হত্যার হুমকি, গ্রেপ্তার ২

সাভার প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় ১২ বছরের এক শিশুকে অপহরণের ঘটনায় এক কিশোরসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। অপহৃত শিশুকে উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করেন র‍্যাব সদস্যরা।

আজ সোমবার গ্রেপ্তার দুজনকে আশুলিয়া থানা থেকে আদালতে পাঠানো হয়। এর আগে গতকাল রোববার গভীর রাতে আশুলিয়ার কাঠগড়া চৌরাস্তা এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও শিশুটিকে উদ্ধার করে র‍্যাব।

ভুক্তভোগী শিশু রংপুর কোতয়ালি থানার রতনপুর গ্রামের বাসিন্দা। সে একটি স্কুলে ২য় শ্রেণিতে পড়াশোনা করে। আশুলিয়ার কাঠগড়া এলাকায় একটি ভাড়া বাসায় পরিবারের সঙ্গে বসবাস করেন।  বাবা আকমল হোসেন পেশায় রিকশাচালক।

গ্রেপ্তারকৃতরা হল ময়মনসিংহ জেলার অষ্টদার কুঠুরাকান্দা এলাকার মো. আতাব আলী (৬২) ও এক কিশোর (১৭)। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী শিশুর বাবা।

ভুক্তভোগীর পরিবার জানায়, শিশুটি বাসার সামনে খেলছিল। পরে তাকে কৌশলে নিয়ে যায় অপহরণকারীরা। শিশুকে জিম্মি করে পরিবারের কাছে মোবাইল ফোনে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানালে শিশুকে মেরে ফেলার হুমকি দেয় তারা। অভিযোগের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র‍্যাব ও শিশুটিকে উদ্ধার করে।

মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার এসআই আবুল হোসেন বলেন, ‘র‍্যাব অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করেছে। শিশুকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট