হোম > সারা দেশ > ঢাকা

আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ চলাকালে জজ আদালত প্রাঙ্গণে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টার পর এই ঘটনা ঘটে।

বিস্ফোরণের ঘটনার সময় আইনজীবীরা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। লাইনের পাশেই বিস্ফোরণ ঘটে। তখন হুড়োহুড়ি লেগে যায়।

ঢাকা জজ আদালতের আইনজীবী জাবের আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘হঠাৎ দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনজীবীরা দৌড়াদৌড়ি শুরু করেন। ঢাকা আইনজীবী সমিতির সামনে এই ঘটনা ঘটে।’

আইনজীবী সমিতির (২০২৪-২৫) কার্যকরী কমিটির নির্বাচনে গতকাল ও আজ ভোট হয়। নির্বাচনে দ্বিতীয় দিনে ভোট গ্রহণ কিছু সময়ের জন্য স্থগিত করা হয়। জাল ভোট দেওয়ার অভিযোগ এনে আওয়ামী লীগ-সমর্থিত বর্তমান কমিটির নেতারা ভোট কেন্দ্রে এসে জোরপূর্বক ভোট গ্রহণ স্থগিত করান বলে অভিযোগ করেন বিএনপিপন্থী আইনজীবীরা। 

ঘটনায় সময় হাতাহাতি ও ঠেলাঠেলিতে কয়েকজন আইনজীবী আহত হয়েছে বলেও জানা যায়। ভোট গ্রহণ স্থগিত করা হয়। বিকেল ৪টার দিকে আবার ভোট গ্রহণ শুরু হয়। তার পরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে।

গতকাল বুধবার প্রথম দিনের ভোট গ্রহণ হয়। ৪ হাজার ২৩০ আইনজীবী প্রথম দিনে ভোট দেন। এবার নির্বাচনে ভোটার ২১ হাজার ১৩৭ জন।

ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে দায়িত্ব পালনকারী কোতোয়ালি থানার উপপরিদর্শক আলমগীর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এটা ককটেল নয়, পটকা জাতীয় কিছু হবে। নির্বাচনে ভয়ভীতি দেখানোর জন্য এট করা হয়ে থাকতে পারে। তবে কে বা কারা এটা করেছে, তা জানা যায়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট