নিজস্ব প্রতিবেদক, ঢাকা
থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষের অনুষ্ঠানকে ঘিরে বিশ্বব্যাপী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) হামলার একটি বার্তা পেয়ে ঢাকাসহ সারা দেশের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ ডিসেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটে নববর্ষের অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা পরিদর্শনে এসে গুলশান-২ নম্বর চত্বরে গণমাধ্যমকে এমনটিই জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘গতকাল (বৃহস্পতিবার) রাতে আইএসের পক্ষ থেকে একটি মেসেজ পাঠানো হয়, যেখানে থার্টি ফার্স্টের অনুষ্ঠানকে ঘিরে হামলার পরিকল্পনার কথা বলা হয়েছে।’