হোম > সারা দেশ > ঢাকা

জাবিতে ফারাবি হত্যার বিচার দাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ফারাবি আহমেদ হৃদয় হত্যার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। এতে হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা। আজ রোববার দুপুরে স্কুলের গেটে এ মানববন্ধন করা হয়। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, যেভাবে ফারাবি আহমেদ হৃদয়কে গুম করে নির্যাতন ও মুক্তিপণ দাবি করা হয়েছে তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়। এরপর নর পিশাচরা তাকে মুক্তিপণের জন্য জঘন্যভাবে হত্যা করে। এ ঘটনায় আমর অবিলম্বে হৃদয়ের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক সর্বোচ্চ শাস্তি করছি। 

এর আগে গত ৮ মে বিকেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ফারাবি আহমেদ হৃদয়কে কৌশলে আকাশ নামে একজন তার বাসায় নিয়ে যায়। পরে কয়েক মিলে হৃদয়কে বেঁধে তার বাবার মোবাইল ফোনে কল করে মুক্তিপণ বাবদ ৫০ লাখ টাকা দাবি করে। টাকা না পেয়ে আসামিরা তাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন