হোম > সারা দেশ > ঢাকা

তুরাগে ভাসছিল অটোচালকের লাশ

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আমিনবাজার তুরাগ নদ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পকেটে জন্মনিবন্ধন সনদ ও একটি চিরকুট পেয়েছে পুলিশ। 

আজ শনিবার সকালে আমিনবাজার দিকনগর এলাকায় লাশ ভেসে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল দেন স্থানীয় বাসিন্দারা। পরে আমিনবাজার নৌ থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। 

নিহত ইমন সরকারের (২০) পরিবার রাজধানীর রূপনগর থানাধীন ঝিলপাড় বস্তিতে বাস করেন। ইমন ডেমরা এলাকায় অটোরিকশা চালাতেন বলে জানিয়েছে তাঁর পরিবার। তবে ইমন কত দিন ধরে নিখোঁজ এমন কোনো তথ্য তাঁর পরিবারের কাছে ছিল না বলে জানিয়েছে পুলিশ। 

তাঁর পকেটে থাকা চিরকুটের সব লেখা পরিষ্কারভাবে বোঝা যায়নি। তবে যতটুকু বোঝা গেছে তা হলো—‘আমার নাম ইমন। বৃষ্টি নামের মেয়ের সাথে আমার রিলেশন হয়। আমি আমার মন থেকে ভালবাসি আর সে একটা বেঈমান। তার ভেতরটা ভালো না এবং আমি ভেবেছিলাম তার মন খুব সুন্দর। কিন্তু সে বারবার আমাকে ব্যবহার করে। তার জন্য আমি আমার নিজের ফ্যামিলিকে দূরে রাখি, আমি জানি না সে আমার সাথে কেন এমন করলো। আমি তাকে মন থেকে এখনও ভালবাসি, মিস করি।’ 

আমিনবাজার নৌ থানা পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) মো. আবু তাহের মিয়া বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের পরিবারের স্বজনেরা এসেছিল। ময়নাতদন্ত শেষে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

পকেট থেকে পাওয়া চিরকুট দেখে মনে হয়েছে, এ মৃত্যুর সঙ্গে প্রেমের সম্পর্কের কোনো বিষয় আছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রাথমিক সুরতহালে তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রী

বিইউপির অতিরিক্ত পরিচালক জাহাঙ্গীর কবির মারা গেছেন

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট