পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক অতিরিক্ত এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।
আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ দেন তিনি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিটে ২০১৮ সালের ১ জুলাই ইশতিয়াক আহমেদ তাঁর কক্ষে রাশেদ খানের ওপর নির্যাতন চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রাশেদ খান বলেন, ২০১৮ সালের ১ জুলাই গ্রেপ্তার করার পর প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ইশতিয়াক আহমেদের কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি জুতা পরা অবস্থায় তাঁর গোপনাঙ্গে লাথি মারেন। তিনি ইশতিয়াক আহমেদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
এর আগে ইশতিয়াক আহমেদকে গ্রেপ্তারের পর গত মঙ্গলবার ট্রাইব্যুনালে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানো হয়।