হোম > সারা দেশ > ঢাকা

ইডেন ছাত্রলীগের আরও ১৪ জনের আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মারামারির ঘটনায় দায়ের করা মামলায় ১৪ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার আদালতে হাজির হয়ে আবেদন করলে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চ তাদের ৬ সপ্তাহের জামিন দেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী মাঈনুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে এক মামলায় সোমবার ৯ জন আদালতে হাজির হয়ে আগাম জামিন নেন।

জামিনপ্রাপ্তদের মধ্যে ইডেন কলেজ ছাত্রলীগের স্থগিত কমিটির সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা ছাড়াও রয়েছেন–কামরুন্নাহার জ্যোতি, বিজলি আক্তার, জিন্নাত জাহান লিমা, শাহানা রহমান, সোমা মল্লিক, শিরিন সুমি, ফারজানা নীলা, রিতু আক্তার, মিম ইসলাম, নুর জাহান, নুজহাত ফারিয়া রোকসানা ও আনিকা তাবাসসুম স্বর্ণা। জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এস এম আবুল হোসেন।

গত ২৫ সেপ্টেম্বর ইডেনে ছাত্রলীগের সভাপতি রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার সমর্থকদের সঙ্গে সহসভাপতিদের সমর্থকদের মারামারির ঘটনা ঘটে। যা সারা দেশে সমালোচনার ঝর তুলে। ওই ঘটনায় ইডেন কলেজ ছাত্রলীগের কমিটি স্থগিত এবং ১৬ জনকে বহিষ্কার করা হয়।

মারামারির ঘটনায় ২৮ সেপ্টেম্বর ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসী ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার আবেদন করেন। আদালত সেটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন। অপরদিকে একইদিন লালবাগ থানায় মামলা করেন ইডেন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিতু আক্তার। তিনি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারী হিসেবে পরিচিত।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক