হোম > সারা দেশ > ঢাকা

সারা দেশে জব্দ করা মালামালের অবস্থা জানতে চাইলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সারা দেশের থানা, ডাম্পিং স্টেশন ও আদালত প্রাঙ্গণে মামলার আলামত হিসেবে থাকা মালামালের সর্বশেষ অবস্থা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী দুই মাসের মধ্যে পুলিশের মহাপরিদর্শককে এই বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই সংক্রান্ত রিটের শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর বেঞ্চ এ আদেশ দেন। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, সারা দেশের থানা ও আদালত প্রাঙ্গণে থাকা মামলার আলামতের বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এর আগে ২০২২ সালে বিষয়টি নিয়ে রিট করেন পাঁচ আইনজীবী। রিটের পর ওই বছরের ৩০ আগস্ট হাইকোর্ট রুল জারি করেন। রুলে মালখানা ও থানায় জব্দ থাকা মালামাল সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

রিটের পর আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, জব্দ করা মালামাল এভাবে বছর পড়ে থেকে নষ্ট হয়। তা রাষ্ট্রের কাজে লাগে না, মালিকেরও কাজে লাগে না। পরে পাঁচ আইনজীবী রিট করেন। রিটকারীরা হলেন- মোহাম্মদ নোয়াব আলী, মো. মুজাহেদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জি এম মুজাহিদুর রহমান (মুন্না) ও ইমরুল কায়েস।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত